পড়াশোনা

কম্পিউটার সিস্টেম কি? কম্পিউটার সিস্টেম এর বিভিন্ন অংশ। What is Computer System?

1 min read

কম্পিউটার সিস্টেম বলতে মূলত এর বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্ট (যদিও সফটওয়্যার ছাড়া কম্পিউটার পুরোপুরি অচল) ও তাদের কার্যাবলিকে বুঝানো হয়ে থাকে। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন কম্পোনেন্টসমূহের একটি আন্তঃসম্পর্কিত সমন্বয় ঘটে যা ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ এবং কন্ট্রোল এর সাধারণ সিস্টেম কার্যক্রমগুলোকে সম্পাদন করে এবং এইভাবে এন্ড ইউজারদেরকে শক্তিশালী তথ্য প্রক্রিয়াকরণ টুলসহ সরবরাহ করা হয়। একটি কম্পিউটার সিস্টেমকে নিচের মতো করে উপস্থাপন করা যায়ঃ

১. ইনপুট (Input)
এ সিস্টেমের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের তথ্যসমূহ ইনপুট দেয়া হয় যা প্রক্রিয়াণের মাধ্যমে আউটপুট তৈরি করে। ইনপুট সিস্টেমের বিভিন্ন ধরনের সাব-সিস্টেম বা ডিভাইস রয়েছে। এগুলাে ডেটাকে সরাসরি কিংবা একটি টেলিযােগাযােগ নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করিয়ে সেগুলােকে ইলেকট্রনিক ধরনে রূপান্তর করে। এ ধরনের উল্লেখযােগ্য কিছু ডিভাইস হলাে–
ক) কিবাের্ড (Keyboard)
খ) মাউস (Mouse)
গ) টাচস্ক্রিন (Touch screen)
ঘ ) টাচপেন (Touch pen)
ঙ) ইলেকট্রনিক মাইক (Electric mic)
চ) অপটিক্যাল স্ক্যানার (Optical Scanner)
ছ) জয়স্টিক (Joystick)

২. প্রসেসিং (Processing)
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ (CPU) হলাে কম্পিউটার সিস্টেমের প্রধান প্রক্রিয়াকরণ কম্পােনেন্ট। মাইক্রোকম্পিউটারের ক্ষেত্রে এটি হলাে প্রধান মাইক্রোপ্রসেসর। সিপিইউ’র সার্কিটকে দুটি প্রধান ইউনিটে ভাগ করা হয়ে থাকে। এগুলাে হলাে- অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। অ্যারিথমেটিক-লজিক ইউনিটের ইলেকট্রনিক সার্কিটগুলাে (রেজিস্টার নামে পরিচিত) গাণিতিক ও যুক্তিমূলক কার্যাবলি সম্পাদন করে যেগুলাের জন্য সফটওয়্যারের নির্দেশনা নির্বাহের প্রয়ােজন পড়ে। প্রসেসিংয়ের সাথে জড়িত রয়েছে বেশ কিছু ডিভাইস। এগুলাের মধ্যে উল্লেখযােগ্য কিছু ডিভাইস হলাে–

ক) মাইক্রোপ্রসেসর (Microprocessor)
খ) র‌্যাম (RAM )
গ) মাদারবাের্ড (Motherboard)
ঘ) এজিপি কার্ড (AGP card)
ঙ) নেটওয়ার্ক কার্ড (Network card)
চ) সাউন্ড কার্ড (Sound card)

৩. আউটপুট (Output)
কম্পিটারের আউটপুট ডিভাইসগুলাে ইনপুটের মাধ্যমে গৃহীত ইলেকট্রনিক তথ্যকে মানুষের বােধগম্য ভাষায় রূপান্তরে করে সেগুলােকে উপস্থাপন করে। উল্লেখযােগ্য কিছু আউটপুট ডিভাইসের মধ্যে রয়েছে–

ক) মনিটর বা ভিডিও ডিসপ্লে ইউনিট (Monitor or Video display unit)
খ) প্রিন্টার (Printer)
গ) প্লটার (Plotter)
ঘ) স্পিকার বা অডিও রেসপন্স ইউনিট (Speaker or Audio response unit)

৪. স্টোরেজ (Storage)
একটি কম্পিউটার সিস্টেমে স্টোরেজ কার্যক্রম ঘটে থাকে কম্পিউটারের প্রাইমারি স্টোরেজ ইউনিট এর স্টোরেজ সার্কিটগুলাে বা মেমােরির অভ্যন্তরে যা ম্যাগনেটিক ডিস্ক ও অপটিক্যাল ডিস্ক ড্রাইভ ইত্যাদির মতাে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসগুলাের সহায়তায় কাজ করে। এ ডিভাইসগুলাে প্রসেসিংয়ের জন্য প্রয়ােজনীয় সকল ডেটা ও সফটওয়্যার নির্দেশনাগুলােকে সংরক্ষণ করে।

ক র‌্যাম (RAM )
খ) ক্যাশ মেমােরি (Cache memory)
গ) হার্ডডিস্ক (Hard disk)
ঘ) সিডি (CD)
ঙ) ডিভিডি (DVD)
চ) ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ (Flash disk or Pen drive)

৫. কন্ট্রোল (Control)
একটি সিপিইউ-এর কন্ট্রোল ইউনিটটি হলাে কম্পিউটার সিস্টেমে কন্ট্রোল কম্পােনেন্ট। এর রেজিস্টার এবং অন্যান্য সার্কিটগুলাে সফটওয়ার নির্দেশনাগুলােকে অনুবাদ করে এবং ডিরেকশনগুলােকে ট্রান্সমিট করে যা কম্পিউটার সিস্টেমের অন্যান্য কম্পােনেন্টগুলাের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও কম্পিউটার সিস্টেমের সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ সাব-সিস্টেম জড়িত রয়েছে। এগুলাে হলােঃ
সফটওয়্যার (Software ): সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশনার সমষ্টি যাতে কম্পিউটার সে সমস্যা বুঝে তার সমাধান করতে পারে। কম্পিউটারকে পরিচালনার জন্য সফটওয়্যার অপরিহার্য। সফটওয়্যার প্রধানত দুই ধরনের হয়। যথা–

ক) অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার
খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার

অ্যাপ্লিকেশনস সফটওয়্যার আবার অনেক ধরনের হয়। ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়।

হিউম্যানওয়্যার (Humanware): কম্পিউটার নির্মাণ, মেরামত, ব্যবহার ও রক্ষণাবেক্ষণে নিয়ােজিত প্রতিটি মানুষকে হিউম্যানওয়্যার বলা হয়। হিউম্যানওয়্যার বা মানুষকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেমন- কম্পিউটার ইউজার এনালিস্ট, রক্ষণাবেক্ষণ ও মেরামত প্রকৌশলী, কমপিউটার বিজ্ঞানী ইত্যাদি।

কম্পিউটার সিস্টেমের প্রকারভেদ (Types of Computer System)
বর্তমানে কম্পিউটার সিস্টেমগুলাে বিচিত্র ধরনের আকার, গড়ন ও কম্পিউটিং ক্ষমতার হয়ে থাকে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের দ্রুত উন্নতির ও পরিবর্তনের ফলে নতুন মডেলের সব কম্পিউটারসমূহ দেখতে পাওয়া যায় যাদের মধ্যে ক্ষুদ্রাকৃতির হ্যান্ডহেল্ড পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট/সেল ফোন থেকে শুরু করে প্রতিষ্ঠানসমূহের জন্য বৃহৎ বহুবিধ সিপিইউ এর মেইনফ্রেম কম্পিউটারও দেখতে পাওয়া যায়। কম্পিউটার সিস্টেমকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। এগুলাে হলােঃ

  1. মাইক্রোকম্পিউটার সিস্টেম (Microcomputer Systems)
  2. মিডরেঞ্জ সিস্টেম (Midrange Systems)
  3. মেইনফ্রেম সিস্টেম (Mainframe Systems)
3.5/5 - (4 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment