Modal Ad Example
পড়াশোনা

ভাষা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

1 min read

১. মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে, তাকে কী বলে?

ক. ধ্বনি খ. শব্দ

গ. ভাষা ঘ. বর্ণ

সঠিক উত্তর : গ

২. বাংলা ভাষার রীতি কয়টি?

ক. দুটি  খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

সঠিক উত্তর : ক

৩. মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?

ক. ধ্বনি খ. শব্দ

গ. বাগ্যন্ত্র ঘ. ভাষা

সঠিক উত্তর : ঘ

৪. বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?

ক. কথ্য-লেখ্য খ. কথ্য-প্রমিত

গ. প্রমিত-লেখ্য ঘ. লেখ্য-আঞ্চলিক

সঠিক উত্তর : ক

৫. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

ক. উপভাষা খ. মিশ্র ভাষা

গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা

সঠিক উত্তর : গ

৬. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?

ক. সংস্কৃত খ. পালি

গ. প্রাকৃত ঘ. হিন্দি

সঠিক উত্তর : গ

৭. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

ক. গুরুগম্ভীর খ. কৃত্রিম

গ. পরিবর্তনশীল ঘ. তৎসম শব্দবহুল

সঠিক উত্তর : গ

৮. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?

ক. পঞ্চম খ. চতুর্থ

গ. নবম ঘ. সপ্তম

সঠিক উত্তর : খ

৯. মানুষের ভাষা কিসের সাহায্যে উচ্চারিত হয়?

ক. কণ্ঠের সাহায্যে

খ. ঠোঁটের সাহায্যে

গ. ফুসফুসের সাহায্যে

ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে

সঠিক উত্তর : ঘ

১০. বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা?

ক. আর্য ভাষা

খ. সংস্কৃত মূল ভাষা

গ. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা

ঘ. গৌড়ীয় বঙ্গ ভাষা

সঠিক উত্তর : গ

১১. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কত সালে?

ক. ৬৫০ খ. ৭৫০

গ. ৯৫০ ঘ. ৯৮০

সঠিক উত্তর : গ

১২. সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?

ক. সহজবোধ্য  খ. অপরিবর্তনীয়

গ. কৃত্রিমতাবর্জিত ঘ. সংক্ষিপ্ত

সঠিক উত্তর : খ

১৩. সাধু ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?

ক. অব্যয় ও ক্রিয়াপদ

খ. সর্বনাম ও বিশেষ্য পদে

গ. ক্রিয়া ও সর্বনাম পদে

ঘ. ক্রিয়াপদ ও অব্যয় পদে

সঠিক উত্তর : গ

১৪. সাধু ও চলিতরীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?

ক. লেখ্য খ. কথ্য

গ. আঞ্চলিক ঘ. উপভাষা

সঠিক উত্তর : ক

১৫. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য দেখা যায়, তাকে কী বলে?

ক. উপভাষা  খ. সাধু ভাষা

গ. চলিত ভাষা  ঘ. লেখ্য ভাষা

সঠিক উত্তর : ক

১৬. বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

ক. আভিজাত্যপূর্ণ

খ. পদবিন্যাস সুনির্দিষ্ট

গ. কৃত্রিমতাবর্জিত

ঘ. কাঠামো অপরিবর্তনীয়

সঠিক উত্তর : গ

১৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অধিক উপযোগী?

ক. চলিত ভাষা  খ. সাধু ভাষা

গ. কথ্য ভাষা  ঘ. সব কয়টি

সঠিক উত্তর : ক

১৮. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

ক. তৎসম  খ. বিদেশি

গ. দেশি  ঘ. তদ্ভব

সঠিক উত্তর : ক

১৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কত সালে?

ক. ৬৪০  খ. ৬৪৫

গ. ৬৫০  ঘ. ৭৫০

সঠিক উত্তর : গ

২০. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কত শতকে?

ক. সপ্তম  খ. অষ্টম

গ. একাদশ  ঘ. দ্বাদশ

সঠিক উত্তর : ক

২১. কোন ভাষারীতি শুধু লেখায় ব্যবহৃত হয়?

ক. সাধু ভাষারীতি

খ. চলিত ভাষারীতি

গ. আঞ্চলিক ভাষারীতি

ঘ. প্রমিত ভাষারীতি

সঠিক উত্তর : ক

২২. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?

ক. সাধুরীতি খ. আঞ্চলিক রীতি

গ. চলিত রীতি  ঘ. কথ্য রীতি

সঠিক উত্তর : ক

২৩. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল

খ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট

গ. তত্সম শব্দের আধিক্য

ঘ. গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর

সঠিক উত্তর : ক

২৪. ভাষাকে কিসের বাহন বলা হয়?

ক. ভাবের খ. অন্তরের

গ. ধ্বনির ঘ. কাজের

সঠিক উত্তর : ক

২৫. পৃথিবীতে কত হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে?

ক. প্রায় এক হাজার

খ. প্রায় সাড়ে তিন হাজার

গ. প্রায় সাড়ে চার হাজার

ঘ. প্রায় সাড়ে সাত হাজার

সঠিক উত্তর : খ

২৬. নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য?

ক. গুরুগম্ভীর

খ. অপরিবর্তনীয়

গ. তত্সম শব্দবহুল

ঘ. পরিবর্তনশীল

সঠিক উত্তর : ঘ

২৭. সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি?

ক. বিশেষ্য ও ক্রিয়া পদে

খ. বিশেষ্য ও বিশেষণ পদে

গ. ক্রিয়া ও সর্বনাম পদে

ঘ. বিশেষণ ও অব্যয় পদে

সঠিক উত্তর : গ

২৮. চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. পদবিন্যাস সুনির্দিষ্ট

খ. ব্যাকরণের অনুসারী

গ. ভাষারীতি অপরিবর্তনীয়

ঘ. ভাষারীতি সরল ও সাবলীল

সঠিক উত্তর : ঘ

২৯. নাটকের সংলাপের উপযোগী ভাষা কোনটি?

ক. সাধু খ. আঞ্চলিক

গ. বিদেশি ঘ. চলিত

সঠিক উত্তর : ঘ

৩০. কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়?

ক. সাধু রীতি খ. চলিত রীতি

গ. প্রমিত রীতি ঘ. আঞ্চলিক রীতি

সঠিক উত্তর : ক

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x