দ্বিতীয় অধ্যায় : ক্যারিয়ার গঠন: গুণ ও দক্ষতা, নবম-দশম শ্রেণির ক্যারিয়ার শিক্ষা

আত্মসচেতনতা অর্থ কি?

উত্তরঃ আত্মোপলব্ধি।

দৃষ্টিভঙ্গির অর্থ কি?

উত্তরঃ দৃষ্টিভঙ্গির অর্থ মনোভাব, মানসিকতা বা চিন্তার ধরন।

আত্মবিশ্বাস কি?

উত্তরঃ আত্মবিশ্বাস হচ্ছে আত্মপ্রত্যয়।

সময় ব্যবস্থাপনা কী?

উত্তর : সময়ের পরিকল্পিত ব্যবহার হচ্ছে সময় ব্যবস্থাপনা।

নেতৃত্ব কি?

উত্তর : নেতৃত্ব হচ্ছে কাজ পরিচালনা, নিয়ন্ত্রণ করা ও কর্মীদের অনুপ্রাণিত করার প্রক্রিয়া।

আন্তঃব্যক্তিক সম্পর্ক কী?

উত্তর : ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কই আন্তঃব্যক্তিক সম্পর্ক।

দৃঢ় প্রত্যয় কী?

উত্তর : দৃঢ় প্রত্যয় হচ্ছে ব্যাপক আগ্রহ ও সুদৃঢ় মনোবলসহ কোনো কিছু করার আগ্রহ।

নান্দনিক দৃষ্টিভঙ্গি কাকে বলে?

উত্তরঃ কোনো কাজের ক্ষেত্রে কাজটিকে সুন্দর করে করার, সুন্দরভাবে কাজ করানোর বা সুন্দরভাবে উপস্থাপন করার যে বোধ, মনোভাব বা মানসিকতা তাকে নান্দনিক দৃষ্টিভঙ্গি বলে।

ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলতে কি বুঝায়?

উত্তরঃ দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষের মনোজাগতিক আদর্শ, যার আলোকে যে কোনো বিষয়কে বিচার করা যায়। কোনো বিষয়কে ভালোভাবে নেওয়া বা ঐ বিষয়ের প্রতি ভালো মনোভাব পোষণ করা কিংবা বিষয়টিকে ইতিবাচক মানসিকতার মাধ্যমে গ্রহণ করাই হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

ক্যারিয়ার, পেশা ও চাকরির মধ্যে সম্পর্ক কী?

উত্তরঃ ক্যারিয়ার, পেশা আর চাকরি সমার্থকভাবে ব্যবহার করা হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। ক্যারিয়ার মূলত ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট এবং জীবনব্যাপী কর্মসংস্থান ও অভিজ্ঞতার সম্মিলিত রূপরেখা। অন্যদিকে, পেশা হলো একটি নির্দিষ্ট সাধারণ কাজের নাম। আর চাকরি হলো একটি নির্দিষ্ট পেশার অন্তর্গত বিশেষ পদ বা অবস্থা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *