পড়াশোনা
1 min read

হালাল উপার্জন বলতে কী বোঝায়?

হালাল উপার্জন মানে হলো বৈধ উপার্জন। আল্লাহ ও রাসূলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয় উপার্জন করা হয়, সেটাই হালাল উপার্জন। হালাল উপার্জন সবার জন্যই কল্যাণকর। ইবাদত করা যেমন ফরজ তেমনি হালাল রুজি অন্বেষণ করাও ফরজ।

মহানবী (সা.) বলেছেন, হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরেও একটি ফরজ।- (বায়হাকি)

মহানবি (সা.) বলেছেন, দু’হাতের উপার্জিত হালাল খাদ্যের চেয়েও উত্তম খাদ্য আর কিছুই নেই। যে ব্যক্তি হালাল রুজি দিয়ে সে নিজে ও তার পরিবার পরিজন প্রতিপালনের চেষ্টা করে সে আল্লাহর পথে মুজাহিদের মতো।

হালাল ছাড়া অন্য কোনো উপায়ে অবৈধভাবে উপার্জনের সম্পদ দ্বারা যে শরীর বা প্রজন্ম গড়ে উঠবে, তা জাহান্নামের ইন্ধন হবে। তা দিয়ে নিজের দুনিয়ার জীবন ধ্বংস হবে, পরিবার – পরিজনদের জীবন নষ্ট হবে। আখিরাতের শাস্তি তো আছেই।
কাজেই হালাল উপার্জনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

Rate this post