Modal Ad Example
পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৮)

1 min read

প্রশ্ন-১। Router কাকে বলে? রাউটারের প্রধান কাজ কী?

উত্তরঃ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং। যে ডিভাইস রাউটিং-এর কাজ করে তাকে Router বলে। রাউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এর প্রধান কাজ হলো ডেটা বা উপাত্তকে সঠিক ও সহজ পথ নির্দেশনা দেওয়া।

প্রশ্ন-২। বিশ্বগ্রামের ধারনা কত সালে সর্বপ্রথম অবতারনা হয়?

উত্তরঃ বিশ্বগ্রামের ধারনা ১৯৬২ সালে সর্বপ্রথম অবতারনা হয়।

প্রশ্ন-৩। Understanding Media শিরোনামের গ্রহ্নটির রচিয়তা কে?

উত্তরঃ Understanding Media শিরোনামের গ্রহ্নটির রচিয়তা মার্শাল ম্যাকলুয়ান।

প্রশ্ন-৪। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনা দেন কে?

উত্তরঃ John McCarthy        প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনা দেন।

প্রশ্ন-৫। ব্লুটুথ উদ্ভাবন করেন কে?

উত্তরঃ ব্লুটুথ উদ্ভাবন করেন – এরিকসন।

প্রশ্ন-৬। IEEE এর পূর্ণরুপ কী?

উত্তরঃ IEEE    পূর্ণরূপ হল: Institute of Electrical and Electronics Engineers।

প্রশ্ন-৭। ডিজিটাল সিগন্যাল প্রসেসর কি?

উত্তরঃ উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনস্ট্রাকশন সেট (Instruction set) দ্বারা তৈরি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে পরিবর্তনকারী প্রসেসরকে ডিজিটাল সিগন্যাল প্রসেসর বলা হয়।

প্রশ্ন-৮। মাইক্রোসফট অ্যাকসেস ব্যবহার করে কি কি কাজ করা যায়?

উত্তরঃ ১) এ প্রোগ্রামের সাহায্যে খুব সহজেই ডেটা এন্ট্রি, ডেটা সংরক্ষণ, এডিটিং, স্ট্রাকচার পরিবর্তন, ফর্ম তৈরি, কুয়েরি করা, রিপোর্ট তৈরি ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরিসহ বিভিন্ন কাজ করা যায়।

২) ডেটাবেজের নিউমেরিক ডেটাগুলোর গাণিতিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়।

৩) রিপোর্টে পছন্দ মতো গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন করা যায়।

প্রশ্ন-৯। ডেটা আদান-প্রদান দক্ষতা কাকে বলে?

উত্তর : কোনো মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য কি পরিমাণ ডেটা আদান-প্রদান হয় তার শতকরা হারকে ডেটা আদান-প্রদান দক্ষতা বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x