Modal Ad Example
পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পর্ব-৩)

1 min read

১. বিশ্বগ্রাম শব্দটিকে সকলের সামনে তুলে ধরেন–
(ক) Marshall McLuhan   (খ) Bill Gates   (গ) Steve Jobs   (ঘ) Mark Zuckerbarg

২. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়–
(ক) ই-কমার্স    (খ) আউটসোর্সিং   (গ) ই-বিজনেস   (ঘ) ই-গভর্নেন্স

৩. ডোমেইন নেম হলো–
(ক) সাইটের একটি স্বতন্ত্র নাম  (খ) সার্ভারের নাম  (গ) ওয়েবফাইল নাম  (ঘ) আইএসপি

৪. EBCDIC কোড হলো–
(ক) ৪ বিটের   (খ) ৮ বিটের   (গ) ১২ বিটের   (ঘ) ১৬ বিটের

৫. HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন?
(ক) font
(খ) href
(গ) face
(ঘ) src

৬. কোনটি কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র?
(ক) ক্রায়োসার্জারি
(খ) ভার্চুয়াল রিয়েলিটি
(গ) ইন্টারনেট
(ঘ) ভিডিও কনফারেন্সিং

৭. রোবট ব্যবহার করা যায়–
i. কম্পিউটার এইডেড ম্যানুফেকচারিং-এ
ii. বিস্ফোরক নিষ্ক্রিয়করণে
iii. খনির অভ্যন্তরে শ্রমিকের কাজে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৮. স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
(ক) হাব
(খ) মডেম
(গ) রাউটার
(ঘ) রিপিটার

৯. কোন ক্যাবল দিয়ে ডেটা সবচেয়ে দ্রুত চলাচল করতে পারে?
(ক) কো-এক্সিয়াল
(খ) টুইস্টেড পেয়ার ক্যাবল
(গ) অপটিক্যাল ফাইবার
(ঘ) ইউটিপি

১০. কোনটি হাফ-ডুপ্লেক্স মোড এর উদাহরণ–
(ক) রেডিও
(খ) টিভি
(গ) ওয়াকিটকি
(ঘ) মোবাইল

১১. অপটিক্যাল ফাইবার ক্যাবল–
i. উচ্চগতি সম্পন্ন
ii. দামে সস্তা
iii. বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১২. <body> ট্যাগ ওয়েব পেইজের–
(ক) শিরোনাম ধারণ করে
(খ) শেষ নির্দেশ করে
(গ) কন্টেন্ট ধারণ করে
(ঘ) শুরু নির্দেশ করে

১৩. ‘সি’ ভাষায় float টাইপ ভেরিয়েবলের মেমোরি পরিসর কোনটি?
(ক) ১ বাইট  (খ) ২ বাইট
(গ) ৪ বাইট  (ঘ) ৮ বাইট

১৪. কোনটির মধ্যে ডেটাবেজের মূল ফাইল অপরিবর্তিত থাকে?
(ক) কুয়েরি
(খ) সার্চিং
(গ) রিলেশন
(ঘ) ইনডেক্সিং

১৫. Plain text থেকে Cipher text এ রূপান্তরকে বলে–
(ক) Encryption
(খ) Decryption
(গ) IDEA
(ঘ) DES

১৬. কোনো ডেটাবেজ টেবিল থেকে রেকর্ড খুঁজে বের করাকে বলে–
(ক) Sorting
(খ) Query
(গ) Reporting
(ঘ) Relation

১৭. (27)10 এর সমতুল্য বাইনারি সংখ্যা কত?
(ক) 11011
(খ) 1000101
(গ) 100011
(ঘ) 101101

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
প্রোগ্রামার আশফাক তার কোম্পানির সিস্টেম এনালিস্ট আতিক সাহেবকে একটি সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধারা বর্ণনা করে তা আবার চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আশফাক এর আলোকে প্রোগ্রাম রচনা করলেন।
১৮. উদ্দীপকে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে কী বলে?
(ক) অ্যালগরিদম
(খ) ডিবাগিং
(গ) সুডোকোড
(ঘ) ফ্লোচার্ট

১৯. উদ্দীপকে চিত্রের মাধ্যমে সমস্যা সমাধানের বৈশিষ্ট্য হলো–
i. সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রামের পরিকল্পনা
ii. প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন
iii. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২০. সবগুলো ইনপুট একই হলে আউটপুট শূন্য হয় কোন গেইটে?
(ক) OR গেইট
(খ) NOR গেইট
(গ) X-OR গেইট
(ঘ) X-NOR গেইট

২১. (9F4A)16 সংখ্যাটির সমতুল্য অক্টাল সংখ্যা কত?
(ক) 116272  (খ) 115712
(গ) 117521  (ঘ) 117512

২২. ওয়েবপেজে চিত্রসংযোগ করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়?
(ক) <img>
(খ) <jpg>
(গ) <pic>
(ঘ) <image>

২৩. সাংকেতিক ভাষা কোনটি?
(ক) মেশিন ভাষা
(খ) অ্যাম্বেসি ভাষা
(গ) উচ্চস্তরের ভাষা
(ঘ) অতি উচ্চস্তরের ভাষা

২৪. হেডিং ট্যাগ কয়টি?
(ক) 2
(খ) 4
(গ) 6
(ঘ) 8

২৫. অক্টাল সংখ্যার বেজ কত?
(ক) 2
(খ) 8
(গ) 10
(ঘ) 16

উত্তর : –
১ : (ক); ২ : (খ); ৩ : (ক); ৪ : (খ); ৫ : (গ); ৬ : (খ); ৭ : (ঘ); ৮: (ক); ৯ : (গ); ১০ : (গ); ১১ : (খ); ১২ : (গ); ১৩ : (গ); ১৪ : (ঘ); ১৫ : (ক); ১৬ : (খ); ১৭ : (ক); ১৮ : (ক); ১৯ : (ঘ); ২০ : (গ); ২১ : (ঘ); ২২ : (ক); ২৩ : (খ); ২৪ : (গ); ২৫ : (খ);

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x