কম্পিউটার বেসিক প্রশ্ন ও উত্তর (Computer basic in Bengali)
১) কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ হতে?
উত্তরঃ গ্রিক শব্দ হতে।
২) কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি?
উত্তরঃ কম্পিউট।
৩) কম্পিউট শব্দের অর্থ কী?
উত্তরঃ গণনা করা।
৪) কম্পিউটার কী ধরনের যন্ত্র?
উত্তরঃ ইলেকট্রনিক যন্ত্র।
৫) কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়।
উত্তরঃ ন্যানো সেকেন্ডে।
৬) কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে?
উত্তরঃ ৩টি
৭) কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে-
উত্তরঃ ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।
৮) কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি?
উত্তরঃ প্রোগ্রামিং যন্ত্র।
৯) হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি?
উত্তরঃ পামটপ।
১০) কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হতো?
উত্তরঃ গণনার।
১১) কাজের প্রক্রিয়া/পদ্ধতি অনুসারে কম্পিউটারকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৩ ভাগে।
১২) কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?
উত্তরঃ এনালগ।
১৩) এনালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কী?
উত্তরঃ পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করা।
১৪) ডিজিটাল কম্পিউটারের কাজের ধরন কীরূপ?
উত্তরঃ অগ্রসরমান ও পর্যায়ক্রমিক।
১৫) ডিজিটাল কম্পিউটার কত প্রকার?
উত্তরঃ ৪ প্রকার।
১৬) কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহূত হয়?
উত্তরঃ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে।
১৭) আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার?
উত্তরঃ ৪ প্রকার।
১৮) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল—
উত্তরঃ সুপার কম্পিউটার।
১৯) বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি কোন প্রকারের কম্পিউটার?
উত্তরঃ মেইনফ্রেম
২০) আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে কত সালে?
উত্তরঃ ১৯৬৪ সালে।
২১) বাংলাদেশ স্থাপিত প্রথম কম্পিউটারের মডেল কি ছিল?
উত্তরঃ আইবিএম ১৬২০
২২) ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন?
উত্তরঃ মুহাম্মদ হানিফ উদ্দিন মিয়া।
২৩) ১৯৬৪ সালে বাংলাদেশে কোন কম্পিউটার স্থাপিত হয়?
উত্তরঃ IBM-1620
২৪) আইবিএম-১৬২০ কমিপউটারটি কত সালে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৪।
২৫) আইবিএম ১৬২০ কম্পিউটারটি কী ধরনের কম্পিউটার?
উত্তরঃ মেইনফ্রেম।
২৬) মেইনফ্রেম থেকে আকারে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটারের থেকে বড় কম্পিউটারকে কী বলে?
উত্তরঃ মিনিফ্রেম কম্পিউটার।
২৭) কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়?
উত্তরঃ মিনিফ্রেম কম্পিউটার।
২৮) মাইক্রো শব্দের অর্থ কী?
উত্তরঃ ক্ষুদ্র।
২৯) পিসি (PC) অর্থ কী?
উত্তরঃ পার্সোনাল কম্পিউটার।
৩০) PDA কোন ধরনের কম্পিউটার?
উত্তরঃ মাইক্রোকম্পিউটার।
৩১) কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি?
উত্তরঃ তিনটি
৩২) কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিন
৩৩) কম্পিউটারের প্রাণ কোনটি?
উত্তরঃ সফটওয়্যার।
৩৪) কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরত্বপূর্ণ অংশ?
উত্তরঃ সফ্টওয়্যার।
৩৫) প্রথম গণনাযন্ত্র কোনটি?
উত্তরঃ এ্যাবাকাস।
৩৬) জাপানে এ্যাবাকাসকে কী বলা হয়?
উত্তরঃ সারোবান।
৩৭) জাপানে প্রথম গণনাযন্ত্রের নাম কী?
উত্তরঃ সারোবান।
৩৮) রাশিয়ায় এ্যাবাকাসকে কী বলা হয়?
উত্তরঃ স্কোসিয়া।