Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

প্রথম অধ্যায় : তাপগতিবিদ্যা

১। নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না?

ক) তাপ    খ) আলো

গ) শব্দ    ঘ) তড়িৎ

সঠিক উত্তর : ক

২। তাপমাত্রা পরিমাপে উপযোগী পদার্থের ধর্মসমূহকে বলা হয়–

ক) থার্মোমিটার

খ) উষ্ণতামিতিক ধর্ম

গ) তাপীয় ধর্ম

ঘ) তাপীয় সাম্যাবস্থা

সঠিক উত্তর : খ

৩। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সংজ্ঞায়ন করে–

ক) কাজ

খ) চাপ

গ) তাপমাত্রা

ঘ) অভ্যন্তরীণ শক্তি

সঠিক উত্তর : গ

৪। তিনটি বস্তু তাপীয় সাম্যবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে?

ক) ভর

খ) বিভব শক্তি

গ) অন্তঃস্থ শক্তি

ঘ) তাপমাত্রা

সঠিক উত্তর : ঘ

৫। এক কাপ গরম চায়ে একটি ঠাণ্ডা চামচ ডুবানো হলো। কি ঘটে?

ক) চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়

খ) চা-এর অন্তঃস্থ শক্তি একই থাকে

গ) চা-এর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়

ঘ) চামচের অন্তঃস্থ শক্তি একই থাকে

সঠিক উত্তর : ক

৬। নিচের কোনগুলো তাপগতীয় চলক নির্দেশ করে?

ক) P, V, T, M    খ) P, T, F, U

গ) P, V, T, S    ঘ) P, V, T, Q

সঠিক উত্তর : গ

৭। তাপ গতিবিদ্যার ১ম সূত্র সর্বপ্রথম কে আবিষ্কার করেন?

ক) কাউন্ট রাম ফোর্ড

খ) প্রেসকট জুল

গ) ম্যাক্সওয়েল

ঘ) ক্লসিয়াস

সঠিক উত্তর : খ

৮। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 300J তাপ বর্জন করে। ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন–

ক) 0J    খ) 100J

গ) -200J    ঘ) -300J

সঠিক উত্তর : ঘ

৯। যদি 2 cal তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তবে কাজের পরিমাণ কত?

ক) 4.2J    খ) 4.8J

গ) 8.2J    ঘ) 8.4

সঠিক উত্তর : ঘ

১০। এক ক্যালরি তাপকে কাজে রূপান্তর করতে কত জুল কাজ করতে হবে?

ক. 1J খ. 2.4J

গ. 4.2J ঘ. 14.2J

সঠিক উত্তর : গ

১২। একটি ছোট ও একটি বড় তামার গোলকে সমপরিমাণ তাপ দিলে নিচের কোনটি ঘটবে?

ক. বড় গোলকের তাপমাত্রা বেশি হবে

খ. ছোট গোলকের তাপমাত্রা বেশি হবে

গ. উভয়ের তাপমাত্রা সমান হবে

ঘ. ছোট গোলকের তাপ বেশি হবে

সঠিক উত্তর : খ

১৩। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির ওপর?

ক. চাপ খ. তাপমাত্রা

গ. আয়তন ঘ. ওজন

সঠিক উত্তর : খ

১৪। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফবিন্দু 5°C এবং স্টিম বিন্দু 115°C। কোনো বস্তুর মাপমাত্রা 60°C হলে ওই থার্মোমিটারের পাঠ করতে হবে—

ক. 65°C    খ. 71°C

গ. 86°C    ঘ. 67°C

সঠিক উত্তর : খ

১৫। কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে?

ক. 0°K খ. 273°C

গ. 273.16K ঘ. 32K

সঠিক উত্তর : গ

১৬। ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50°F হলে কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত?

ক. 273K    খ. 293K

গ. 283°C    ঘ. 98°K

সঠিক উত্তর : গ

১৭। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ দেয়?

ক. 574.25°K    খ 5.74°K

গ. 5742°K    ঘ. 57.42°K

সঠিক উত্তর : ক

১৮। তাপগতিবিদ্যার ১ম সূত্র প্রথম কে আবিষ্কার করেন?

ক. নিউটন    খ. জুল

গ. রামফোর্ড    ঘ. ফ্যারাডে

সঠিক উত্তর : খ

১৯। কোন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য হয়?

ক. সমচাপ প্রক্রিয়া

খ. সম–আয়তন প্রক্রিয়া

গ. সমোষ্ণ প্রক্রিয়া

ঘ. রুদ্ধতাপীয় প্রক্রয়া

সঠিক উত্তর : খ

২০। এনট্রপি সর্বোচ্চ হওয়াকে বিশ্বের তাপীয় মৃত্যু বলে অভিহিত করেছেন কে?

ক. জুল    খ. ক্লসিয়াস

গ. কেলভিন    ঘ. ডিন

সঠিক উত্তর : গ

২১। কোনো ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা দ্বিগুণ হলে চাপের কী হবে?

ক. 4 গুণ হবে    খ. 8 গুণ হবে

গ. 16 গুণ হবে    ঘ. 32 গুণ হবে

সঠিক উত্তর : ক

২২। একটি ইঞ্জিনের পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকর দক্ষতা কত?

ক. 100%    খ. 26.8%

গ. 20.6%    ঘ. 0%

সঠিক উত্তর : ক

২৩। সব স্বতঃস্ফূর্ত পরিবর্তন কোন ধরনের প্রক্রিয়া?

ক. সমোষ্ণ    খ. রুদ্ধতাপীয়

গ. প্রত্যাবর্তী    ঘ. অপ্রত্যাবর্তী

সঠিক উত্তর : গ

২৪। একটি তাপীয় ইঞ্জিন 200°C থেকে 500°C তাপমাত্রার মধ্যে কাজ করলে কর্মদক্ষতা কত?

ক. 31.41%    খ. 38.8%

গ. 75.00%     ঘ. 32.00%

সঠিক উত্তর : ঘ

২৫। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 48%। তাপ গ্রাহকের তাপমাত্রা 10°C হলে উৎসের তাপমাত্রা কত?

ক. 271.23°C    খ. 272.0°C

গ. 277.5°C    ঘ. 273.6°C

সঠিক উত্তর : খ

২৬। এনট্রপির মাত্রা কী?

ক. ML2T-2K-1    খ. ML2T2K-2

গ. AL2T2K-1     ঘ. AL2T2K-2

সঠিক উত্তর : খ

২৭। এনট্রপির S.I. একক কী?

ক. JK-1    খ. JK

গ. J-1K    ঘ. J-1 K-1

সঠিক উত্তর : খ

২৮। প্রথম এনট্রপির নামকরণ কে করেন?

ক. জুল    খ. ভিন

গ. ক্লসিয়াস    ঘ. কেলভিন

সঠিক উত্তর : গ

২৯। এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়?

ক. তরল    খ. প্লাজমা

গ. গ্যাসীয়    ঘ. কঠিন

সঠিক উত্তর : গ

৩০। এনট্রপির ক্ষেত্রে প্রযোজ্য—

i. প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন নেই

ii. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির তাপীয় ধর্মটি হলো এনট্রপি

iii. মহাবিশ্বের এনট্রপি ক্রমাগত বেড়েই চলছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i. ও iii

গ. ii. ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩১। কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে—

i. অভ্যন্তরে চাপ থাকে না

ii. তাপমাত্রা বাড়তে পারে

iii. অবস্থার পরিবর্তন ঘটতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i. ও iii

গ. ii. ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৩২। প্রতিটি সিস্টেমের—

i. একটা নির্দিষ্ট আয়তন থাকে

ii. অন্তঃস্থ শক্তি থাকে

ii. নির্দিষ্ট ভর থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৩৩। 1×10° Nm-2 স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0.02 m3 বৃদ্ধি পেল। এ ক্ষেত্রে—

i. কাজের পরিমাণ 200°J

ii. কাজের পরিমাণ 510°J

iii. ব্যবস্থা দ্বারা কাজ সম্পাদিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৩৪। প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে—

i. এটি খুব ধীর প্রক্রিয়া

ii.এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

iii. কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৩৫। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে—

i. তাপমাত্রার পরিবর্তন

ii. একটি দ্রুত প্রক্রিয়া

iii. গ্যাসের পাত্র কুপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৬। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 49%। এর নিম্ন তাপাধারের তাপমাত্রা 7°C হলে উচ্চ তাপাধারে তাপমাত্রা হল—

i. 193.7°C

ii. 466.7K

iii. 380.7°F

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৭। এনট্রপি—

i. তাপপ্রবাহের দিক নির্দেশ করে

ii. তাপ ও তাপমাত্রার অনুপাত

iii. বিশৃঙ্খলার পরিমাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x