Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) পদার্থবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর

1 min read

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই আয়োজন। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে পদার্থবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় (জ্যামিতিক আলোকবিজ্ঞান) থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

আলোকের বিচ্ছুরণ কাকে বলে?

উত্তর : সাদা আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে সাতটি মূল বর্ণের আলোতে বিভক্ত হওয়াকে আলোকের বিচ্ছুরণ বলে।

নভো দূরবীক্ষণ যন্ত্র কাকে বলে?

উত্তর : চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র প্রভৃতি নভোমণ্ডলীয় বস্তু পর্যবেক্ষণে যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয় তাকে নভো দূরবীক্ষণ যন্ত্র বলে।

সরু প্রিজম কী?

উত্তর : যে প্রিজমের প্রিজম কোন 6° অপেক্ষা ছোট তাকে সরু প্রিজম বলে।

সুসংগত উৎস বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর : যে উৎস হতে আলোক তরঙ্গসমূহ সর্বদা সমদশায় নিঃসৃত হয়, তাকে সুসংগত আলোক উৎস বলে। প্রকৃতিতে কোনো আলোক-উৎসই সুসংগত নয়। কারণ, যে কোনো বাতি হতে আলোক তরঙ্গসমূহ বিভিন্ন দশায় নিঃসৃত হয় এবং প্রত্যেকটি তরঙ্গের দশা সময়ের সাথে দ্রুত পরিবর্তিত হতে থাকে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x