আলো বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)
১. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়–
i. জ্বালানি কাজে
ii. পাকস্থলি পর্যবেক্ষণে
iii. টেলিযোগাযোগের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ (গ) ii ও iii
২. সংকট কোণের মান ৬০° হলে পূর্ণ-অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কোনটি?
(ক) ৩০° (খ) ৪৫°
(গ) ৬০° (ঘ) ৭৫°
উত্তরঃ (ঘ) ৭৫°
৩. একটি ক্যামেরায় কয়টি অংশ থাকে?
ক) ৫টি খ) ৭টি
গ) ৪টি ঘ) ৯টি
উত্তরঃ খ) ৭টি
৪. ম্যাগনিফাইং গ্লাসে কোনটি ব্যবহৃত হয়?
ক) অবতল লেন্স
খ) অবতল দর্পণ
গ) উত্তল লেন্স
ঘ) উত্তল দর্পণ
উত্তরঃ গ) উত্তল লেন্স
৫. নিচের কোন অংশটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
ক) শ্বেতমণ্ডল খ) আইরিস
গ) অক্ষিগোলক ঘ) কর্নিয়া
উত্তরঃ ক) শ্বেতমণ্ডল
৬. শ্বেতমন্ডলের সামনের অংশকে বলে–
ক) কর্নিয়া খ) আইরিশ
গ) পিউপিল ঘ) রেটিনা
উত্তরঃ ক) কর্নিয়া
৭. আলো কাচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ ৩২° হলে প্রতিসরিত রশ্মিটি মাধ্যমের বিভেদতল বরাবর যায়। এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত?
ক) ০° খ) ৩২°
গ) ৯০° ঘ) ১৮০°
উত্তরঃ গ) ৯০°
৮. চোখের আকৃতি ঠিক রাখে কোনটি?
ক) শ্বেতমণ্ডল খ) কর্ণিয়া
গ) অক্ষিগোলক ঘ) আইরিশ
উত্তরঃ ক) শ্বেতমণ্ডল
৯. কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জোগায়?
ক) চোখের মণি খ) আইরিশ
গ) রেটিনা ঘ) কর্ণিয়া
উত্তরঃ গ) রেটিনা
১০. কর্ণিয়ার পিছনের অংশকে কী বলে?
ক) লেন্স খ) রেটিনা
গ) মণি ঘ) আইরিস
উত্তরঃ ঘ) আইরিস
১১. চোখের পাতার সাথে ক্যামেরার কোন অংশের মিল রয়েছে?
ক) কোরয়েড খ) ডায়াফ্রাম
গ) সাটার ঘ) পর্দা
উত্তরঃ গ) সাটার
১২. নিচের কোনটি স্থান ও লোক বিশেষে বিভিন্ন রং-এর হয়?
ক) আইরিস খ) মণি
গ) রেটিনা ঘ) কর্ণিয়া
উত্তরঃ ক) আইরিস
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আলো বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।