Modal Ad Example
পড়াশোনা

কাবুলিওয়ালা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

1 min read

সপ্তম শ্রেণি : বাংলা ১ম পত্র

১. কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে?

ক. রহমত  খ. মিনির মা

গ. রামদয়াল  ঘ. মিনির বাবা

সঠিক উত্তর : খ

২. মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন?

ক. মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে

খ. রহমতকে কারাগারে যেতে দেখে

গ. মিনির সঙ্গে রহমতের দেখা না হওয়ায়

ঘ. রহমতের মেয়ের কথা ভেবে

সঠিক উত্তর : গ

৩. মিনি আগডুম-বাগডুম খেলা রেখে কোথায় ছুটে গেল?

ক. উঠানের ধারে খ. বারান্দার ধারে

গ. জানালার ধারে ঘ. দরজার ধারে

সঠিক উত্তর : গ

৪. রহমত কখন জেল থেকে খালাস পেয়েছিল?

ক. বিকেলবেলা  খ. সন্ধ্যাবেলা

গ. দুপুরবেলা  ঘ. ভোরবেলা

সঠিক উত্তর : খ

৫. ‘কাবুলিওয়ালা’ গল্পের লেখক সকালবেলায় নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন?

ক. সপ্তদশ  খ. চতুর্দশ

গ. দ্বাদশ  ঘ. একাদশ

সঠিক উত্তর : ক

৬. ‘সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল’ — কে দাঁড়িয়েছিল?

ক. রামদয়াল  খ. কাবুলিওয়ালা

গ. মিনি  ঘ. কথক

সঠিক উত্তর : গ

৭. ‘কাবুলিওয়ালা’ গল্পের কাবুলিওয়ালার নাম কী ছিল?

ক. হাসনাত  খ. আকামাত

গ. রহমান  ঘ. রহমত

সঠিক উত্তর : ঘ

৮. ‘কাবুলিওয়ালা’ গল্পে রাস্তায় যখন গোল হচ্ছিল, তখন গল্পের কথক কী করছিলেন?

ক. মিনিকে পড়াচ্ছিলেন

খ. প্রুফশিট সংশোধন করছিলেন

গ. গান গাচ্ছিলেন

ঘ. বই পড়ছিলেন

সঠিক উত্তর : খ

৯. শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থার কথা কল্পনা করে মিনি কী করত?

ক. ঠাট্টা করত

খ. মন খারাপ করত

গ. কান্না করত

ঘ. হাসত

সঠিক উত্তর : ঘ

১০. ‘হামি শ্বশুরকে মারবে’—কাবুলিওয়ালা গল্পে উক্তিটি কার?

ক. মিনির মায়ের খ. মিনির বাবার

গ. মিনির  ঘ. রহমতের

সঠিক উত্তর : ঘ

১১. ‘কাবুলিওয়ালা’ গল্পে কতজন পাহারাওয়ালার কথা উল্লেখ করা হয়েছে?

ক. দুজন  খ. তিনজন

গ. চারজন  ঘ. পাঁচজন

সঠিক উত্তর : ক

১২. রহমতের কত বছরের কারাদণ্ড হলো?

ক. তিন বছরের

খ. চার বছরের

গ. পাঁচ বছরের

ঘ. কয়েক বছরের

সঠিক উত্তর : ঘ

১৩. ‘কাবুলিওয়ালা’ গল্পে বর্ণিত কথকের ঘর কোথায়?

ক. পুকুরপাড়ে

খ. নদীরপাড়ে

গ. খালপাড়ে

ঘ. মাঠের মাঝে

সঠিক উত্তর : ঘ

১৪. কাবুলিওয়ালার মাথায় কী ছিল?

ক. রুমাল

খ. পাগড়ি

গ. ঢিলা কাপড়

ঘ. চাদর

সঠিক উত্তর : খ

১৫. কাবুলিওয়ালা কার পদতলে বসে কথা শুনছে?

ক. মিনির চাচার

খ. মিনির মায়ের

গ. মিনির

ঘ. মিনির বাবার

সঠিক উত্তর : গ

১৬. মিনি কিসের ওপর বসে অনর্গল কথা বলছে?

ক. চেয়ারের ওপর

খ. চৌকির ওপর

গ. টেবিলের ওপর

ঘ. বেঞ্চির ওপর

সঠিক উত্তর : ঘ

১৭. কাল সন্ধ্যায় কে জেল থেকে খালাস পেয়েছে?

ক. চৌকিদার

খ. লেখক

গ. পাহারাদার

ঘ. কাবুলিওয়ালা

সঠিক উত্তর : ঘ

১৮. মিনি কাবুলিওয়ালাকে কী নামে সম্বোধন করত?

ক. জ্যাঠা

খ. কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা

গ. মা

ঘ. কাকা

সঠিক উত্তর : খ

১৯. ‘কাবুলিওয়ালা’ গল্পে দুটি বন্ধু কারা?

ক. মিনি ও প্রতিবেশী

খ. মিনি ও মিনির মা

গ. মিনি ও কাবুলিওয়ালা

ঘ. মিনি ও কথক

সঠিক উত্তর : গ

২০. সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কী হলো?

ক. মৃত্যুদণ্ড  খ. নির্বাসন

গ. কারাদণ্ড  ঘ. অর্থদণ্ড

সঠিক উত্তর : গ

২১. মিনির বিবাহের কারণে ঘরে কী বাজছে?

ক. বাঁশি বাজছে  খ. হারমোনিয়াম

গ. সানাই বাজছে ঘ. ঢোল বাজছে

সঠিক উত্তর : গ

২২. মিনির বয়স কত?

ক. সাত বছর খ. ছয় বছর

গ. পাঁচ বছর ঘ. চার বছর

সঠিক উত্তর : গ

২৩. মিনি কোথায় আগডুম-বাগডুম খেলা করত?

ক. ঘরের কোনায়

খ. ঘরের মধ্যে

গ. টেবিলের পাশে

ঘ. চৌকির পাশে

সঠিক উত্তর : গ

২৪. অতীতে কোন শহরের লোক নানা কাজ নিয়ে এ দেশে যাতায়াত করত?

ক. কাবুলের খ. বাগদাদের

গ. ইসলামাবাদের ঘ. দিল্লির

সঠিক উত্তর : ক

২৫. ‘অনর্গল’ শব্দের অর্থ কী?

ক. দ্রুত  খ. তাড়াতাড়ি

গ. অনবরত ঘ. বারবার

সঠিক উত্তর : গ

২৬. আফগানিস্তানের রাজধানীর নাম কী?

ক. বাগদাদ খ. নয়াদিল্লি

গ. কাবুল ঘ. রেঙ্গুন

সঠিক উত্তর : গ

২৭. কাবুলিওয়ালা কর্তৃক ‘খুকি’ শব্দের অশুদ্ধ উচ্চারণ কোনটি?

ক. খুখি  খ. খোখী

গ. খোখি ঘ. খোঁকি

সঠিক উত্তর : গ

২৮. কার মঙ্গলচিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা?

ক. নাতনির

খ. সন্তানের শ্বশুরালয়ের

গ. নাতির

ঘ. সন্তানের

সঠিক উত্তর : ঘ

২৯. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সব পিতার কী উন্মোচন করেছেন?

ক. পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ

খ. মঙ্গলচিন্তা

গ. সম্প্রীতি

ঘ. স্নেহপ্রীতি

সঠিক উত্তর : ক

৩০. সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কী?

ক. সন্তানের বর্তমান চিন্তা

খ. সন্তানের ভবিষ্যৎ চিন্তা

গ. সন্তানের বিয়ের চিন্তা

ঘ. সন্তানের মঙ্গল চিন্তা

সঠিক উত্তর : ঘ

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কাবুলিওয়ালা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.9/5 - (32 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x