BCS

BCS এর পূর্ণরূপ কি? বিসিএস ক্যাডারের সংখ্যা কয়টি ও কি কি?

1 min read

BCS (Bangladesh Civil Service) হলো বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারে নিয়োগ করার জন্য BPSC (Bangladesh Public Service Commission) কর্তৃক পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। BCS এর পূর্ণরূপ হলো:  Bangladesh Civil Service. (বাংলাদেশ সিভিল সার্ভিস)। এটি সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। চলুন তাহলে BCS এর পূর্ণরূপ কি? বিসিএস ক্যাডারের সংখ্যা কয়টি ও কি কি? এসব সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। বিসিএস পরীক্ষাটি শুধুমাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য হয়ে থাকে। এ পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। এগুলো হলো –

  • প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা
  • দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা
  • তৃতীয়ে ধাপে ভাইবা বা সাক্ষাৎকার

বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কয়টি ও কি কি?

বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ১৪ টি সাধারণ ও ১২টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে।

১৪ টি সাধারণ ক্যাডার

  1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
  2. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
  3. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
  4. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
  5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
  6. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
  7. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
  8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
  9. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
  10. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
  11. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
  12. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
  13. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
  14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)

১২ টি প্রফেশনাল ক্যাডার

  1. বিসিএস (সড়ক ও জনপথ)
  2. বিসিএস (গণপূর্ত)
  3. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
  4. বিসিএস (বন)
  5. বিসিএস (স্বাস্থ্য)
  6. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
  7. বিসিএস (পশু সম্পদ)
  8. বিসিএস (মৎস)
  9. বিসিএস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা)
  10. বিসিএস (কারিগরী শিক্ষা)
  11. বিসিএস (কৃষি)
  12. বিসিএস (সাধারণ শিক্ষা)

বিসিএস এর পরীক্ষা পদ্ধতি

বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী বিসিএস তিনস্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি অবলম্বন করে অনুষ্ঠিত হয়। নিম্নে এগুলো দেওয়া হলো –

  • প্রথমত ২০০ নম্বরের MCQ Type Preliminary Test
  • দ্বিতীয়ত প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা। (গড় পাস নম্বর ৫০%)
  • তৃতীয়ত লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা। (মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%।)

BCS প্রিলিমিনারি টেস্ট এর বিষয় ও নম্বর বণ্টন পদ্ধতি

বিষয়ের নাম নম্বর বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫
বাংলাদেশ বিষয়াবলি ৩০
আন্তর্জাতিক বিষয়াবলি ২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
সাধারণ বিজ্ঞান ১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি ১৫
মানসিক দক্ষতা ১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন ১০
মোট ২০০
BCS প্রিলিমিনারি টেস্ট এর বিষয় ও নম্বর বণ্টন পদ্ধতি

সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

আবশ্যিক বিষয় নম্বর বণ্টন
বাংলা ২০০
ইংরেজি ২০০
বাংলাদেশ বিষয়াবলি ২০০
আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
মোট ৯০০

কারিগরি/প্রফেশনাল ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

আবশ্যিক বিষয় নম্বর বণ্টন
বাংলা ১০০
ইংরেজি ২০০
বাংলাদেশ বিষয়াবলি ২০০
আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
পদ-সংশ্লিষ্ট বিষয় ২০০
মোট ৯০০

যে সকল পরীক্ষার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের পরীক্ষা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়েও ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

Bcs ক্যাডার চয়েজ করব কীভাবে?

BCS এ আবেদন করার সময়ই ক্যাডার চয়েজ দিতে হয়। এ সময় ক্যাডার চয়েজে অনেক সমস্যা হয়। প্রার্থীরা বুঝে না কোনটার পর কোনটা দিতে হবে। ক্যাডার চয়েজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর উপর ভিত্তি করেই পরীক্ষকরা ভাইবা বোর্ডে প্রশ্ন করে থাকে।

মনে করুন, আপনি প্রথম পছন্দে পররাষ্ট্র ক্যাডার দিয়েছেন। তাহলে ভাইবা বোর্ডে পরীক্ষকরা আপনাকে পররাষ্ট্র বা কূটনৈতিক বিষয় নিয়ে জিজ্ঞেস করবে। তাই আপনি যে ক্যাডারে জব করতে চান সেই ক্যাডারটি প্রথমে দিবেন।

Bcs এ এ অংশ নেয়া সব প্রার্থীদের ক্যাডার চয়েস নিয়ে একটি গবেষণা করা হয়েছিল গবেষণায়প্রাপ্ত পছন্দক্রমগুলো নিচে দেওয়া হলো – (BCS Cadre Choice)

ক্রম ক্যাডার চয়েজ
০১. পররাষ্ট্র
০২. পুলিশ
০৩. প্রশাসন
০৪. শুল্ক ও আবগারি
০৫. কর
০৬. নিরীক্ষা ও হিসাব
০৭. ব্যবসা
০৮. খাদ্য
০৯. রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক
১০. আনসার
১১. তথ্য
১২. ডাক
১৩. সমবায়
১৪. পরিবার পরিকল্পনা

BCS এর আরো কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ

BCS – Bangladesh Civil Service
BCS- Bachelor of Computer Science
BCS – Business Consulting Services
BCS- British Computer Society
BCS- Biopharmaceutical Classification System
BCS- Body Condition Score
BCS – Breast Cancer Screening
BCS- Business Analyses Certification
BCS – Bayer Crop Science
BCS- Business Connectivity Services
BCS- Business and Computer Science
BCS- Business Communication Skills
BCS – Breast Cancer Survivor
BCS- Best Case Scenario
BCS- Battery Charge Status
BCS- Bar Code Scanner

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “BCS এর পূর্ণরূপ কি? বিসিএস ক্যাডারের সংখ্যা কয়টি ও কি কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (42 votes)
Categories BCS
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x