যে সারণিতে বিভিন্ন তড়িতদ্বার এবং তড়িতদ্বারে সংঘটিত বিক্রিয়াসহ তড়িতদ্বারের বিভবসমূহকে প্রমাণ জারণ বিভবের ক্রমহ্রাস অনুসারে অথবা প্রমাণ বিজারণ বিভবের ক্রমবৃদ্ধি অনুসারে লিপিবদ্ধ করা হয় তাকে তড়িৎ রাসায়নিক সারি বলে।
নার্নস্ট সমীকরণের সীমাবদ্ধতা লিখ।
পাতলা দ্রবণের জন্য নার্নস্ট সমীকরণে সরাসরি আয়নের ঘনমাত্রা ব্যবহার করা যায়। কিন্তু ঘন দ্রবণের ক্ষেত্রে Activity co-efficient এর মান 1 এর সমান হয় না বলে সেক্ষেত্রে সরাসরি ঘনমাত্রা ব্যবহার করে কোষ বিভব পরিমাপ করা যায় না। অন্যদিকে, ঘন দ্রবণের ক্ষেত্রে বিপরীত চার্জের আয়নসমূহের মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে। তাই জারণ ও বিজারণে অংশ নেয়া মুক্ত আয়নের পরিমাণও কমে যায়। তাই বেশি ঘনমাত্রার (10-3M) দ্রবণের কোষ বিভব সম্পর্কে নার্নস্ট সমীকরণ সঠিক ধারণা দিতে পারে না। অর্থাৎ নার্নস্ট সমীকরণ মূলত পাতলা দ্রবণের জন্যই প্রযােজ্য।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “তড়িৎ রাসায়নিক সারি কাকে বলে? ” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।