এইচএসসি (HSC) পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। কোন বলটির পাল্লা অসীম নয়?

ক) তাড়িতচৌম্বক বল

খ) সবল নিউক্লীয়

গ) মহাকর্ষ বল

ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর : খ

২। জড়তা পরিমাপের একক কী?

ক) N    খ) kg

গ) kgm-2    ঘ) kgm2

সঠিক উত্তর : ঘ

৩। নিউটনীয় বলবিদ্যার মূল স্বীকার্য সংখ্যা–

ক) 2    খ) 3

গ) 4    ঘ) 5

সঠিক উত্তর : খ

৪। রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে?

ক) ভরের

খ) শক্তির

গ) রৈখিক ভরবেগের

ঘ) কৌণিক ভরবেগের

সঠিক উত্তর : গ

৫। স্থিতিস্থাপক বলের ধরন কী?

ক) অসংরক্ষণশীল বল

খ) সংরক্ষণশীল বল

গ) যান্ত্রিক বল

ঘ) শাব্দিক বল

সঠিক উত্তর : খ

৬। নিউটনের গতি সূত্রসমূহের ক্ষেত্রে–

i. প্রথম সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্রের একটি বিশেষ রূপ

ii. দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন সম্ভব

iii. দ্বিতীয় সূত্র হতে তৃতীয় সূত্রের প্রতিপাদন সম্ভব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i, ii ও iii

সঠিক উত্তর : ক

৭। টর্কের অপর নাম কি?

ক) ঘর্ষণ বল    খ) জড়তার ভ্রামক

গ) ঘূর্ণন বল    ঘ) কেন্দ্রমুখী বল

সঠিক উত্তর : গ

৮। টর্কের একক হচ্ছে–

ক) নিউটন

খ) জুল

গ) নিউটন/মিটার

ঘ) জুল/সেকেন্ড

সঠিক উত্তর : খ

৯। নিউটনের প্রথম সূত্রানুসারে কোনটি সঠিক?

ক) আদি বেগ শূন্য হলে শেষ বেগ শূন্য হবে

খ) যেকোনো আদি বেগের জন্য শেষ বেগ শূন্য হবে

গ) ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীত

ঘ) বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক

সঠিক উত্তর : ক

১০। নিউটনের কৌণিক গতিবেগের সূত্রানুসারে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নির্ভর করে কোনটির উপর?

ক) বল    খ) রৈখিক ত্বরণ

গ) টর্ক    ঘ) রৈখিক ভরবেগ

সঠিক উত্তর : গ

১১। মৌলিক বল কয়টি?

ক) ১ টি    খ) ২ টি

গ) ৩ টি    ঘ) ৪ টি

সঠিক উত্তর : ঘ

১২। বস্তুর স্থিতি জড়তা কোনটির সমানুপাতিক?

ক) ভরের    খ) আয়তনের

গ) ঘনত্বের    ঘ) স্থিতিস্থাপকতার

সঠিক উত্তর : ক

১৩। কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরী করে?

ক) মহাকর্ষ বল

খ) তড়িৎ চুম্বকীয় বল

গ) সবল নিউক্লিয় বল

ঘ) দূর্বল নিউক্লিয় বল

সঠিক উত্তর : গ

১৪। 10kg ভরের বস্তুর উপর প্রযুক্ত বল 20N ও ঘর্ষন বল 5N হলে বস্তুটির ত্বরণ হবে–

ক) 2ms-2    খ) 1.5ms-2

গ) 1.25 ms-2    ঘ) 1.08 m.s-2

সঠিক উত্তর : খ

১৫। কেন্দ্রবিমুখী বলের উদাহরণ–

i. চলন্ত গাড়ির চাকা থেকে পানি ছিটকে পড়া

ii. পৃথিবীর বিষুবীয় অঞ্চল স্ফিত হওয়া

iii. বক্র পথে দ্রুতগতিতে চলন্ত সাইকেল দুর্ঘটনায় পতিত হওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii

গ) i ও iii    ঘ) i, ii ও iii

সঠিক উত্তর : গ

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :

চালকসহ একটি গাড়ির ওজন 9800N। গাড়িটি একটি রাস্তার ওপর চলছে। রাস্তা যেখানে মোড় নিয়েছে সেখানে রাস্তাটি অনুভূমিকের সাথে 30° কোণে আনত। বাঁকের ব্যাসার্ধ 1000m।

১৬। বাঁক নেওয়ার সময় গাড়িটির ওপর উল্লম্ব প্রতিক্রিয়ার মান কত?

ক) 8487 N    খ) 8587 N

গ) 868.7 N    ঘ) 8787 N

সঠিক উত্তর : ক

১৭। উক্ত রাস্তায় গাড়িটি সর্বোচ্চ কত দ্ৰুতিতে মোড় নিতে পারবে?

ক) 90 ms-1    খ) 85 ms-1

গ) 80 ms-1    ঘ) 75 ms-1

সঠিক উত্তর : ঘ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *