স্থিতিশক্তি কাকে বলে? একটি বস্তুর স্থিতিশক্তি কীভাবে শূন্য হয়- ব্যাখ্যা কর।

স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে। কোন একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ হতে টেবিলের উপর উঠালে বস্তুর উপর অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এ কাজ বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকে।

 

স্থিতিশক্তির প্রকারভেদ (Types of potential energy)

স্থিতিশক্তি বা বিভবশক্তি বিভিন্ন প্রকার; যথাঃ-

(১) অভিকর্ষীয় স্থিতিশক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তি (Gravitational potential energy)

(২) স্থিতিস্থাপক বিভব শক্তি (Elastic potential energy)

(৩) তড়িৎ বিভব শক্তি (Electric potential energy)

একটি বস্তুর স্থিতিশক্তি কীভাবে শূন্য হয়- ব্যাখ্যা কর।

আমরা জানি, m ভরের কোনো বস্তুকে ভূমি থেকে h উচ্চতায় উঠালে ভূমির সাপেক্ষে ঐ বস্তুর স্থিতিশক্তি = mgh. এখানে, g = অভিকর্ষজ ত্বরণ। এখন, m, g ও h এর মধ্যে যেকোনো একটির মান শূন্য হলে স্থিতিশক্তি শূন্য হবে। বস্তুর ভর m শূন্য হতে পারে না।

সুতরাং, ভূমি থেকে বস্তুর উচ্চতা h শূন্য হলে স্থিতিশক্তি শূন্য হবে। সুতরাং বলা যায় যে, যে পৃষ্ঠের সাপেক্ষে স্থিতিশক্তি হিসাব করা হবে, তার সাপেক্ষে বস্তুর উচ্চতা শূন্য হলে বস্তুর স্থিতিশক্তি শূন্য হবে।

Similar Posts