Modal Ad Example
পড়াশোনা

এসএসসি (SSC) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. প্রাচীনকালে মানুষ হিংস্র জীব – জানোয়ারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিল। এই সংগ্রামের কারণ কী?

ক. মানুষ ছিল আত্মনির্ভরশীল

খ. মানুষ ছিল পরনির্ভরশীল

গ. মানুষ ছিল গুহাবাসী

ঘ. মানুষ ছিল সভ্য প্রাণী

সঠিক উত্তর : গ

২. ইতিহাস, ঐতিহ্য, হিস্টোরিয়া শব্দগুলো নিচের কোন বিষয়টিকে সমর্থন করে?

ক. দর্শন খ. অর্থনীতি

গ. ইতিহাস ঘ. সমাজবিজ্ঞান

সঠিক উত্তর : গ

৩. গ্রিক ও পারসিক যুদ্ধের ইতিহাস রচনা করেন কে?

ক. হেরোডোটাস খ. থুকিডাইডেস

গ. কালাহান ঘ. ই এইচ কার

সঠিক উত্তর : ক

৪. হেরোডোটাসকে ইতিহাসের জনক বলার কারণ —

i. তিনি ইতিহাস ও অনুসন্ধানের সমন্বয় সাধন করেন

ii. তিনি ইতিহাসের প্রাথমিক ভিত্তি স্থাপন করেন

iii. তিনিই প্রথম ইতিহাসের নামকরণ করেন হিস্টোরিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৫. ইতিহাসের উপাদান সংরক্ষণ করা হয় কেন?

ক. অতীতকে জানার জন্য

খ. গবেষণাপত্র রচনার জন্য

গ. জাদুঘরে রাখার জন্য

ঘ. সাহিত্য রচনার জন্য

সঠিক উত্তর : ক

৬. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’ উক্তিটি কার?

ক. হেরোডোটাসের  খ. ই এইচ কারের

গ. ই বি টেইলরের  ঘ. র‌্যাপসনের

সঠিক উত্তর : খ

৭. লামা তারনাথ গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, তা কী রূপ?

ক. উপন্যাস খ. কল্পকাহিনি

গ. ছোটগল্প ঘ. বাস্তব কাহিনি

সঠিক উত্তর : খ

৮. ‘ময়মনসিংহ গীতিকা’ ইতিহাসের কোন ধরনের উপাদান?

ক. লিখিত খ. অলিখিত

গ. ঐতিহাসিক ঘ. ভৌগোলিক

সঠিক উত্তর : ক

৯. উয়ারী – বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

ক. সিলেট খ. নরসিংদী

গ. বগুড়া ঘ. নওগাঁ

সঠিক উত্তর : খ

১০. ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য—

i. মৌলিক উপাদান

ii. লিখিত উপাদান

iii. অলিখিত উপাদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

১১. তাম্রশাসন বলার কারণ ছিল—

i. তামার ব্যবহার চালু করার জন্য

ii. তামার মুদ্রা চালু করার জন্য

iii. তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ইতিহাসের অন্তর্ভুক্ত হবে?

ক. স্থানীয় ইতিহাস

খ. আঞ্চলিক ইতিহাস

গ. জাতীয় ইতিহাস

ঘ. আন্তর্জাতিক ইতিহাস

সঠিক উত্তর : গ

১৩. ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য কী?

ক. গবেষণা

খ. শুধু অতীতের ঘটনাবলি

গ. যুদ্ধের বর্ণনা

ঘ. অতীত সংরক্ষণ

সঠিক উত্তর : ঘ

১৪. ইতিহাসের বিস্তৃতির প্রকৃতি কী রূপ?

ক. স্থিতিশীল খ. প্রাণহীন

গ. অপরিবর্তনীয়  ঘ. সম্প্রসারণশীল

সঠিক উত্তর : ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও

শাহেদ তার চাচার সঙ্গে লালবাগের কেল্লা দেখতে যায়। সেখানে তারা মোগল সম্রাটদের পোশাক, অস্ত্র, মুদ্রা, নথিপত্র, সাহিত্য, জীবনী ইত্যাদি দেখতে পায়।

১৫. শাহেদের দেখা মুদ্রা ইতিহাসের কোন ধরনের উপাদান?

ক. জাতীয় খ. লিখিত

গ. অলিখিত ঘ. ব্যক্তিগত

সঠিক উত্তর : গ

১৬. শাহেদের দেখা কোন উপাদান মহাফেজখানায় সংরক্ষণ করা হয়?

ক. মুদ্রা ও জীবনী খ. পোশাক ও অস্ত্র

গ. নথিপত্র ঘ. অস্ত্র ও মুদ্রা

সঠিক উত্তর : ঘ

১৭. কোন শাস্ত্র ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়?

ক. দর্শন খ. মনোবিজ্ঞান

গ. ইতিহাস ঘ. যুক্তিবিদ্যা

সঠিক উত্তর : গ

১৮. একই ইতিহাসের বর্ণনা, ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়। কারণ প্রতিটি মানুষের—

i. পর্যবেক্ষণের ক্ষমতা ভিন্ন

ii. দৃষ্টিভঙ্গি ভিন্ন

iii. গঠনগত দিক ভিন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১৯. ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে—

i. মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের ফলে

ii. মানুষের ধর্মীয় সচেতনতার ফলে

iii. মানুষের কর্মধারার পরিবর্তনের ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

২০. কিসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে?

ক. মনোবিজ্ঞান খ. পদার্থবিজ্ঞান

গ. ইতিহাস ঘ. নৃবিজ্ঞান

সঠিক উত্তর : গ

২১. তামিমের বাবা তামিমকে বললেন, ‘তুমি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস পাঠ করো, তাহলে তুমি দেশপ্রেমী হবে।’ তামিম তার বাবার কাছ থেকে কোন বিষয়ে জানতে পারল?

ক. ইতিহাসের উপাদান

খ. মুক্তিযুদ্ধের ইতিহাস

গ. স্বাধীনতাযুদ্ধের ইতিহাস

ঘ. ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা

সঠিক উত্তর : ঘ

২২. দেশপ্রেম গড়ে ওঠে কীভাবে?

ক. জাতীয়তাবোধের মাধ্যমে

খ. সামাজিক মর্যাদার মাধ্যমে

গ. জাতীয় সম্পত্তির মাধ্যমে

ঘ. সামাজিক ভূসম্পত্তির মাধ্যমে

সঠিক উত্তর : ক

২৩. মানুষ কীভাবে নিজ দেশ সম্পর্কে মঙ্গল–অমঙ্গলের পূর্বাভাস পেতে পারে?

ক. অর্থনীতি পাঠ করে

খ. সমাজবিজ্ঞান পাঠ করে

গ. নীতিবিদ্যা পাঠ করে

ঘ. ইতিহাস পাঠ করে

সঠিক উত্তর : ঘ

২৪. কোনো দেশের জাতীয়তাবোধ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে—

i. ইতিহাস

ii. ঐতিহ্য

iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৫. ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি —

i. দেশের স্বার্থে

ii. জাতির স্বার্থে

iii. ব্যক্তির স্বার্থে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৬. ফা–হিয়েন ও ইৎসিং কোন দেশীয় পরিব্রাজক?

ক. চীন খ. জাপান

গ. কোরিয়া ঘ. ফ্রান্স

সঠিক উত্তর : ক

২৭. ইতিহাসের কালবিভাজনে কোনো সন–তারিখ ব্যবহার করা কঠিন কেন?

ক. ইতিহাস নিরন্তর প্রবহমান বলে

খ. ইতিহাস নিরপেক্ষ বলে

গ. ইতিহাস অতীতমুখী বলে

ঘ. ইতিহাস সত্যনির্ভর বলে

সঠিক উত্তর : ক

২৮. ইতিহাস রচনার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় কোনটি?

ক. কল্পকাহিনি খ. জীবনী

গ. জনশ্রুতি ঘ. শিলালিপি

সঠিক উত্তর : ক

২৯. ইতিহাসের উপাদান কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৬টি ঘ. ৭টি

সঠিক উত্তর : ক

৩০. আধুনিক ইতিহাসের জনক কে?

ক. লিওপোল্ড ফন র‍্যাংকে

খ. ড. জনসন

গ. ই এইচ কার

ঘ. হেরোডোটাস

সঠিক উত্তর : ঘ

৩১. ‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে।’ উক্তিটি কার?

ক. হেরোডোটাস খ. ড. জনসন

গ. ই এইচ কার ঘ. র‍্যাপসন

সঠিক উত্তর : গ

৩২. যেসব তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব, তাকে ইতিহাসের কী বলে?

ক. উপাদান খ. প্রকারভেদ

গ. স্বরূপ ঘ. পরিসর

সঠিক উত্তর : ক

৩৩. ‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল, তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।’ উক্তিটি কার?

ক. হেরোডোটাস

খ. থুকিডাইডেস

গ. জনসন

ঘ. লিওপোল্ড ফন র‍্যাংকে

সঠিক উত্তর : ঘ

৩৪. ‘সমাজের জীবনই ইতিহাস।’ উক্তিটি কার?

ক. জনসন খ. হেরোডোটাস

গ. টয়েনবি ঘ. লিওপোল্ড

সঠিক উত্তর : গ

৩৫. ইতিহাসের জনক কে?

ক. সক্রেটিস খ. অ্যারিস্টটল

গ. হেরোডোটাস ঘ. আইনস্টাইন

সঠিক উত্তর : গ

৩৬. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’ উক্তিটি কার?

ক. ই এইচ কার খ. ড. জনসন

গ. হেরোডোটাস ঘ. লিওপোল্ড

সঠিক উত্তর : ক

৩৭. ‘আইন–ই–আকবরি’ গ্রন্থের রচয়িতা কে?

ক. মিনহাজ–উস–সিরাজ

খ. কালীদাস

গ. কৌটিল্য

ঘ. আবুল ফজল

সঠিক উত্তর : ঘ

৩৮. ‘তবকাত–ই–নাসিরি’ গ্রন্থের লেখক কে?

ক. কালাহান

খ. কৌটিল্য

গ. আবুল ফজল

ঘ. মিনহাজ–উস–সিরাজ

সঠিক উত্তর : ঘ

৩৯. লিখিত ইতিহাসের বয়স কত?

ক. ২০০০ বছর খ. ২৫০০ বছর

গ. ৩০০০ বছর ঘ. ৩৫০০ বছর

সঠিক উত্তর : খ

৪০. চীনের পরিব্রাজকেরা কখন বাংলায় আসেন?

ক. চতুর্থ শতকে

খ. ৫ম থেকে ৭ম শতকে

গ. ৭ম শতকে

ঘ. ৮ম শতকে

সঠিক উত্তর : খ

৪১. ফা–হিয়েন কোন দেশের নাগরিক?

ক. চীন  খ. ভারত

গ. বাংলাদেশ ঘ. আমেরিকা

সঠিক উত্তর : ক

৪২. ‘অর্থশাস্ত্র’ কার লেখা গ্রন্থ?

ক. কালাহান খ. আবুল ফজল

গ. কৌটিল্য ঘ. মিনহাজ–উস–সিরাজ

সঠিক উত্তর : গ

৪৩. ‘রামচরিত’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কৌটিল্য খ. সন্ধ্যাকর নন্দী

গ. চাণক্য ঘ. বেদব্যাস

সঠিক উত্তর : খ

৪৪. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার রচিত?

ক. মিনহাজ–উস–সিরাজের

খ. মির্জা নাথানের

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

ঘ. জিয়াউদ্দিন বারানীর

সঠিক উত্তর : গ

৪৫. ‘সি–ইউ–কি’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কৌটিল্য খ. হিউয়েন সাং

গ. চাণক্য ঘ. বেদব্যাস

সঠিক উত্তর : খ

৪৬. ‘ফো–কুয়ো–কি’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কালাহান খ. ফা–হিয়েন

গ. চাণক্য ঘ. কৌটিল্য

সঠিক উত্তর : খ

৪৭. ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কৌটিল্য খ. কালাহান

গ. চাণক্য ঘ. বেদব্যাস

সঠিক উত্তর : খ

৪৮. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানের বা ব্যক্তি সম্পর্কে তথ্য পাই, তাদের কোন উপাদান বলা হয়?

ক. লিখিত    খ. পৌরাণিক

গ. সাহিত্যিক    ঘ. প্রত্নতাত্ত্বিক

সঠিক উত্তর : ঘ

৪৯. বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে ধারণা পরিবর্তনের বাহক হিসেবে কোনটি গ্রহণযোগ্য?

ক. সিন্ধু সভ্যতা

খ. উয়ারী–বটেশ্বর

গ. পাহাড়পুর

ঘ. ময়নামতি

সঠিক উত্তর : খ

৫০. কীভাবে একটা জাতির ইতিহাস পাল্টে যেতে পারে?

ক. নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে

খ. কৃষির আধুনিকায়নে

গ. শিল্প বিপ্লবের ফলে

ঘ. গবেষণা করে

সঠিক উত্তর : ক

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x