Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. ‘সমাজকর্ম হলো মানবীয় সম্পর্কবিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক পেশা।’ সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. W A Friedlander

খ. Morales and Sheafor

গ. Herbert Bisno

ঘ. R A Skidmore and M G Thackery

সঠিক উত্তর : ক

২. সমাজকর্মকে ইংরেজিতে কী বলা হয়?

ক. Social science

খ. Social welfare

গ. Social work

ঘ. Sociology

সঠিক উত্তর : গ

৩. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকা শক্তি কোনটি?

ক. ধর্ম ও নৈতিক শিক্ষা

খ. ধর্ম ও মানবতাবোধ

গ. পরোপকারিতা ও সহযোগিতা

ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা

সঠিক উত্তর : খ

৪. সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা বলতে কী বোঝায়?

ক. সমাজকর্ম প্রতিরোধ ও উন্নয়নমূলক

খ. পরিচর্যা, প্রতিকার ও অবস্তুগত সহায়তামূলক ভূমিকা

গ. পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগত সহায়তামূলক ভূমিকা

ঘ. উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শ

সঠিক উত্তর : ক

৫. কোনটিকে Profession of practice বলা হয়?

ক. অর্থনীতি খ. সমাজকর্ম

গ. আইন ঘ. সমাজবিজ্ঞান

সঠিক উত্তর : খ

৬. সমাজকর্ম মূলত কী?

ক. একটি বিষয়ের নাম

খ. একটি প্রত্যয়ের নাম

গ. একটি সাহায্যকারী পেশা

ঘ. একটি সমন্বয়ধর্মী পেশা

সঠিক উত্তর : গ

৭. সমাজকর্ম কীভাবে সেবা প্রদান করে?

ক. অর্থের মাধ্যমে

খ. উৎসাহের মাধ্যমে

গ. সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

ঘ. মনগড়া

সঠিক উত্তর : গ

৮. সমাজকর্ম অভিধানে সমাজকর্মকে কী ধরনের বিজ্ঞান বলা হয়েছে?

ক. সামাজিক বিজ্ঞান

খ. ব্যবহারিক বিজ্ঞান

গ. মৌলিক বিজ্ঞান

ঘ. সমাজবিজ্ঞান

সঠিক উত্তর : গ

৯. সমাজকর্মের প্রকৃত রূপ কোনটি?

ক. সমাজকর্ম একটি সামাজিক বিজ্ঞান

খ. সমাজকর্ম একটি উচ্চমানের কলা

গ. সমাজকর্ম একটি দক্ষতাসম্পন্ন পেশা

ঘ. ওপরের সব কটি

সঠিক উত্তর : ঘ

১০. মনীষী রেক্স এ স্কিডমোর, এম জি থ্যাকারি, উইলিয়াম কেয়ারলি প্রমুখ সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?

ক. ৮টি খ. ১২টি

গ. ১৬টি ঘ. ৫টি

সঠিক উত্তর : গ

১১. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন —

i. সমাজকে জটিলতর অবস্থায় উন্নীত করতে

ii. সমাজ থেকে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করতে

iii. কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

১২. পেশাদার সেবাকর্মের সমষ্টি হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক. সমাজকর্ম খ. আইন

গ. সাংবাদিকতা ঘ. চিকিৎসা

সঠিক উত্তর : ক

১৩. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কীরূপ?

ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক

গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য

সঠিক উত্তর : খ

১৪. ‘Social Welfare in Today’s World’ গ্রন্থের লেখক কে?

ক. Ronald Clerk

খ. Ronald C Fedrico

গ. C Fredrikn

ঘ. R W Bin Ronald

সঠিক উত্তর : খ

১৫. ব্যক্তি ও তার সমস্যাকে এককভাবে বিচার না করে সামগ্রিকভাবে বিচার করা কোনটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?

ক. সমাজকর্মের  খ. সমাজবিজ্ঞানের

গ. পেশার ঘ. আইনের

সঠিক উত্তর : ক

১৬. কলাবিজ্ঞান ও পেশা হিসেবে কোনটিকে বর্ণনা করা যায়?

ক. সমাজকর্ম

খ. অর্থনীতি

গ. পৌরনীতি ও সুশাসন

ঘ. সমাজবিজ্ঞান

সঠিক উত্তর : ক

১৭. সমাজকর্মের পরিধি কীরূপ?

ক. ক্ষুদ্র

খ. সীমিত

গ. নাতিদীর্ঘ

ঘ. ব্যাপক ও বিস্তৃত

সঠিক উত্তর : ঘ

১৮. সমাজকর্ম সমাজকল্যাণ ব্যবস্থার কোন ধরনের প্রক্রিয়া?

ক. সংগঠিত প্রক্রিয়া

খ. অসংগঠিত প্রক্রিয়া

গ. মৌল প্রক্রিয়া

ঘ. বৈজ্ঞানিক প্রক্রিয়া

সঠিক উত্তর : ঘ

১৯. সমাজের সমস্যাগুলো কীরূপ?

ক. একক রূপ

খ. ভিন্ন রূপ

গ. নানা রূপ

ঘ. পারস্পরিক নির্ভরশীল

সঠিক উত্তর : ঘ

২০. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করে?

ক. অর্থের মাধ্যমে

খ. বিভিন্ন পদ্ধতির মাধ্যমে

গ. বিভিন্ন পরামর্শের মাধ্যমে

ঘ. শিক্ষার মাধ্যমে

সঠিক উত্তর : ঘ

২১. সমাজকর্মের উদ্দেশ্য কী?

ক. সব মানুষের কল্যাণ

খ. দরিদ্রের কল্যাণ

গ. প্রতিবন্ধীদের কল্যাণ

ঘ. দুস্থদের কল্যাণ

সঠিক উত্তর : ক

২২. একটি হাসিমাখা বিশ্ব গড়ে তোলা সমাজকর্মের অন্যতম লক্ষ্য কীভাবে?

ক. দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের মাধ্যমে

খ. সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের মাধ্যমে

গ. ক্ষুধামুক্ত সমাজ গঠনের মাধ্যমে

ঘ. উন্নত সমাজ গঠনের মাধ্যমে

সঠিক উত্তর : গ

২৩. সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে?

ক. মনোবল সৃষ্টিতে

খ. প্রেরণা জোগাতে

গ. আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায়

ঘ. অর্থনৈতিক ক্ষেত্রে

সঠিক উত্তর : গ

২৪. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?

ক. সমাজবিজ্ঞান

খ. রাষ্ট্রবিজ্ঞান

গ. সাধারণ বিজ্ঞান

ঘ. প্রায়োগিক বিজ্ঞান

সঠিক উত্তর : ঘ

২৫. কোনটি ছাড়া দেশের সার্বিক কল্যাণ সাধন সম্ভব নয়?

ক. নারীর ক্ষমতায়ন

খ. সাধারণ মানুষের ক্ষমতায়ন

গ. শিশুর ক্ষমতায়ন

ঘ. দরিদ্রের ক্ষমতায়ন

সঠিক উত্তর : ঘ

২৬. সমাজের সব মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো কোনটির গুরুত্বপূর্ণ লক্ষ্য?

ক. সমাজকর্মের

খ. সমাজবিজ্ঞানের

গ. অর্থনীতির

ঘ. পৌরনীতির

সঠিক উত্তর : ক

২৭. সমাজকর্ম মানুষের কল্যাণের লক্ষ্যে কোনটির ওপর গুরুত্ব আরোপ করে?

ক. অবাঞ্ছিত পরিবর্তন

খ. বাঞ্ছিত পরিবর্তন

গ. সামাজিক পরিবর্তন

ঘ. অর্থনৈতিক পরিবর্তন

সঠিক উত্তর : খ

২৮. ‘The Cultural Background of Personality’ গ্রন্থটির প্রণেতা কে?

ক. ফিকটে

খ. লিনটন

গ. ই এ হোবেল

ঘ. ই এ হোয়াইট

সঠিক উত্তর : খ

২৯. সামাজিক উন্নয়ন ও পরিকল্পিত সামাজিক পরিবর্তনের নির্দেশক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক. সমাজকল্যাণ

খ. সামাজিক পরিকল্পনা

গ. সামাজিক নীতি

ঘ. সামাজিক কার্যক্রম

সঠিক উত্তর : গ

৩০. মানবসম্পদ উন্নয়ন কার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য?

ক. সমাজকর্মের

খ. সমাজবিজ্ঞানের

গ. অর্থনীতির

ঘ. পৌরনীতি ও সুশাসনের

সঠিক উত্তর : ক

৩১. সমাজে কোন ধরনের সামাজিক সমস্যা বর্তমান?

ক. একমুখী খ. দ্বিমুখী

গ. পশ্চাৎমুখী ঘ. বহুমুখী

সঠিক উত্তর : ঘ

৩২. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?

ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের

খ. দলকেন্দ্রিক উন্নয়নের

গ. সমষ্টিভিত্তিক উন্নয়নের

ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের

সঠিক উত্তর : ঘ

৩৩. সমাজকর্ম পেশার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ কোন প্রতিষ্ঠানটি?

ক. NASW খ. CAWE

গ. IFSW ঘ. PAPK

সঠিক উত্তর : ক

৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?

ক. সামাজিক আইন

খ. রাষ্ট্রীয় আইন

গ. ধর্মীয় আইন

ঘ. পেশাদার নীতিমালা

সঠিক উত্তর : ঘ

৩৫. ‘Government and Social Welfare’ গ্রন্থের লেখক কে?

ক. চার্লস জ্যাস্ট্র খ. ফ্রিডল্যান্ডার

গ. ওয়েন ভেসি ঘ. উইলসন

সঠিক উত্তর : গ

৩৬. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কী রূপ?

ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক

গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য

সঠিক উত্তর : খ

৩৭. সমাজকর্ম পেশার যাবতীয় কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?

ক. নিজস্ব নীতিমালার আলোকে

খ. ইসলামি নীতিমালার আলোকে

গ. মানবীয় নীতিমালার আলোকে

ঘ. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালার আলোকে

সঠিক উত্তর : ঘ

৩৮. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে —

i. সমস্যার উৎস নির্নয় করা হয়

ii. সমস্যার কারণ চিহ্নিত করা হয়

iii. সমস্যার প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৯. মানবসমস্যা মূলত কয়টি পর্যায়ে বিস্তৃত?

ক. ২টি  খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : খ

৪০. সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মে কয়টি মৌলিক পদ্ধতি গড়ে ওঠে?

ক. ২টি  খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : খ

4.4/5 - (14 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x