শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় কেন?
শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় কেন? পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে; কিন্তু এতে অক্সিজেন নেই। সেখানে কার্বনডাইঅক্সাইড পরিমাণ প্রায় শতকরা ৯৬ ভাগ। আর গ্রহটিতে কার্বনডাইঅক্সাইড গ্যাসের ঘন মেঘের কারণেই সেখানে এসিড বৃষ্টি হয়ে থাকে।