ভাগ কাকে বলে? একটি নির্দিষ্ট সংখ্যাকে অন্য একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে সমান ভাবে বন্টন বা বিভাজন করার পদ্ধতিকে ভাগ বলে। গণিতে ভাগ করার প্রক্রিয়াকে ÷ বা / চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যার উপর ভিত্তি করে সমান ভাগে ভাগ করা যায়, তাকে ভাজ্য বলে। গণিতে ভাজ্যকে লভ্যাংশ বা লব বলা হয়। ভাজক যেকোন ধরণের সংখ্যা হতে পারে। ভাজক কাকে বলে? যে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাজ্যকে সমান ভাগে বিভক্ত করা হয়, তাকে ভাজক বলে। গণিতে ভাজককে হর বলা হয়। ভাজক ভাজ্যকে ভাগ করে অবশিষ্ট কোনো সংখ্যা রাখতে পারে আবার না ও রাখতে পারে। সংখ্যা ১ (এক) কে সর্বজনীন ভাজক বলা হয়ে থাকে। কারণ, ১ দিয়ে যেকোন সংখ্যাকে ভাগ করা যায়। ভাগফল কাকে বলে? একটি সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাকে ভাগফল বলে। যখন ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করা হয় তখন ভাগফলের উদ্ভব হয়। ভাগশেষ কাকে বলে? ভাজক ভাজ্যকে সফলভাবে ভাগ করতে না পারলে যে অবশিষ্ট সংখ্যার সৃষ্টি হয়, তাকেই ভাগশেষ বলে। ভাজ্য, ভাজক,…