৫ ফুট ৬ ইঞ্চি সমান কত মিটার
আমরা জানি ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার । এবং ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার ।
তাহলে, ৫ফুট × ০.৩০৪৮ + ৬ইঞ্চি × ০.০২৫৪= ১.৬৭৬৪মি.
৫ ফুট ৬ ইঞ্চি সমান ১.৬৭৬৪ মিটার
কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটার রূপান্তর করবেন
- ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার:
- ১ ফুট = ০.৩০৪৮ মিঃ
- ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার:
- ১ ইঞ্চি = ০.০২৫৪ মিঃ
ফুট দুরুত্ব d কে ০.৩০৪৮ গুণ করে যে ফলাফল পাওয়া যায় এবং ইঞ্চি দুরুত্বd কে ০.০২৫৪ দিয়ে গুণ করে যে ফলাফল পাওয়া যায় এই দুই ফলাফল যোগ করে যে ফলাফল পাওয়া যায় সেটা হবে মিটার দুরুত্বd :
d(মিঃ) = d(ফুঃ) × ০.৩০৪৮ + d(ইঃ) × ০.০২৫৪
উদাহরণ
৫ ফুট ৮ ইঞ্চি কে মিটারে পরিনত কর:
d(মিঃ) = ৫ফুঃ × ০.৩০৪৮ + ৮ইঃ × ০.০২৫৪ = ১.৭২৭২মিঃ
Tags