এক লক্ষ টাকা সংখ্যায় অথবা ইংরেজিতে যেভাবে লিখবেন

আমার এ লেখাটির কারণ একটি সংখ্যা শিখানো নয়। এই সংখ্যাটির ব্যবহার অনেক বেশি তাই হয়তো মানুষ এটিকে নির্ভুলভাবে লিখতে চায়। আবার অনেকে ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য ব্যাংক চেক লিখে থাকে। সেক্ষেত্রে যেকোন সংখ্যা লেখার প্রয়োজন পড়তে পারে। তবে ১ লক্ষ টাকার বহুল ব্যবহার হয়। অন্যদিকে এ সংখ্যাটির ইংরেজি বানানও খুব বেশি লিখতে হয়।

এক লক্ষ টাকা সংখ্যায় = ১,০০,০০০
এক লক্ষ টাকা ইংরেজিতে = One Lakh Taka অথবা One Lac Taka, এখানে দুইভাবে লেখাই সঠিক। আপনি আপনার পছন্দমতো যেকোন একটি লিখতে পারেন।

তবে যেকোনো সংখ্যা যদি আপনি কথা থেকে সংখ্যায় লিখতে চান তাহলে অঙ্কে লিখো সফটওয়্যারটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *