Modal Ad Example
পড়াশোনা

সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

0 min read

ষষ্ঠ শ্রেণি : বাংলা ১ম পত্র

১. সততার পুরস্কার গল্পের লেখক কে?

ক. সৈয়দ মুজতবা আলী

খ. মুহম্মদ শহীদুল্লাহ

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. শওকত ওসমান

সঠিক উত্তর : খ

২. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৫৫ খ. ১৮৬৫

গ. ১৮৮৫ ঘ. ১৮৯৫

সঠিক উত্তর : গ

৩. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৪৯ খ. ১৯৫৪

গ. ১৯৬৯ ঘ. ১৯৭১

সঠিক উত্তর : গ

৪. প্রথম ইহুদি ব্যক্তির সর্বাঙ্গ কেমন ছিল?

ক. রক্তাক্ত খ. ধবল

গ. লাল ঘ. কালো

সঠিক উত্তর : খ

৫. তৃতীয় ইহুদি ব্যক্তিটির কী সমস্যা ছিল?

ক. মাথায় টাক খ. পঙ্গুত্ব

গ. ধবল রোগ ঘ. অন্ধত্ব

সঠিক উত্তর : ঘ

৬. ফেরেশতারা কী দিয়ে তৈরি?

ক. মাটি খ. নূর

গ. পানি ঘ. গাছ

সঠিক উত্তর : খ

৭. ফেরেশতাকে ইহুদিদের কাছে কে পাঠালেন?

ক. নবি খ. আল্লাহ

গ. মন্ত্রী ঘ. রাজা

সঠিক উত্তর : খ

৮. মানুষ কেন ফেরেশতাদের দেখতে পায় না?

ক. পানির তৈরি বলে

খ. বাতাসের তৈরি বলে

গ. নূরের তৈরি বলে

ঘ. বিদ্যুতের তৈরি বলে

সঠিক উত্তর : গ

৯. ফেরেশতারা কার হুকুম পালন করেন?

ক. নবির খ. মন্ত্রীর

গ. আল্লাহর ঘ. রাজার

সঠিক উত্তর : গ

১০. ফেরেশতা কিসের রূপ ধরে ইহুদিদের কাছে এলেন?

ক. কবুতরের খ. উটের

গ. গরুর ঘ. মানুষের

সঠিক উত্তর : ঘ

১১. ‘সততার পুরস্কার’ গল্পে ইহুদি বংশের কয়জন লোকের কথা উল্লেখ করা হয়েছে?

ক. পাঁচজন খ. চারজন

গ. তিনজন ঘ. দুজন

সঠিক উত্তর : গ

১২. ফেরেশতা কোন ইহুদির কাছে প্রথম আসেন?

ক. খঞ্জের খ. ধবল রোগীর

গ. অন্ধের ঘ. টাকওয়ালার

সঠিক উত্তর : খ

১৩. ধবল রোগীকে সবাই কোন দৃষ্টিতে দেখত?

ক. স্নেহের খ. ঘৃণার

গ. সম্মানের ঘ. শ্রদ্ধার

সঠিক উত্তর : খ

১৪. স্বর্গীয় দূত ধবল রোগীকে কীভাবে ভালো করে তুললেন?

ক. গায়ে হাত বুলিয়ে

খ. গায়ে পানি দিয়ে

গ. গায়ে আগুন দিয়ে

ঘ. গলায় তাবিজ দিয়ে

সঠিক উত্তর : ক

১৫. সুস্থ হয়ে ধবল রোগী স্বর্গীয় দূতের কাছে কী চাইলেন?

ক. গরু খ. ছাগল

গ. মহিষ ঘ. গাভি

সঠিক উত্তর : ঘ

১৬. স্বর্গীয় দূত ধবল রোগীকে কেমন উট দিয়েছিলেন?

ক. গাভিন উট খ. বয়স্ক উট

গ. বাচ্চা উট ঘ. বন্ধ্যা উট

সঠিক উত্তর : ক

১৭. টাকওয়ালা ইহুদি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটা?

ক. খেজুরের বাগান

খ. মাথাভর্তি চুল

গ. উর্বর জমি

ঘ. প্রচুর টাকা

সঠিক উত্তর : খ

১৮.স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়ে কী বললেন?

ক. তোমার চোখ কীভাবে নষ্ট হলো

খ. তুমি কী সবচেয়ে বেশি ভালোবাসো

গ. তুমি কি চোখে দেখতে পাও না

ঘ. তোমার চোখ এখন কেমন

সঠিক উত্তর : খ

১৯.ছাগল, গাভি ও উটে কী বোঝাই হয়ে গেল?

ক. গ্রাম  খ. দেশ

গ. মাঠ ঘ. ঘাট

সঠিক উত্তর : গ

২০.পুনরায় এসে ফেরেশতা নিজেকে কী বলে পরিচয় দিলেন?

ক. মুসাফির খ. বিদেশি

গ. ফকির ঘ. শিক্ষক

সঠিক উত্তর : খ

২১. বিদেশি তার কী ফুরিয়ে গেছে বলে ধবল রোগীকে জানালেন?

ক. পুঁজি     খ. পণ্য

গ. শক্তি      ঘ. ধৈর্য

সঠিক উত্তর : ক

২২. ফেরেশতা একটি উট চাইলে ধবল রোগী কী বলল?

ক. উট কিনে নাও

খ. উট দেওয়া নিষেধ

গ. উটের অনেক দাম

ঘ. উট তো নেই

সঠিক উত্তর : গ

২৩. পুনরায় এসে স্বর্গীয় দূত তৃতীয় ইহুদির কাছে কী ফুরিয়ে গেছে বলে জানালেন?

ক. উত্সাহ খ. টাকা

গ. সম্বল ঘ. পুঁজি

সঠিক উত্তর : গ

২৪. ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন?

ক. আল্লাহর     খ. নিজের

গ. রাজার ঘ. খলিফার

সঠিক উত্তর : ক

২৫. আগের অন্ধ ব্যক্তিটি গরিব থেকে বর্তমানে কী হয়েছে বলে স্বীকার করল?

ক. কৃষক খ. খামারি

গ. আমির ঘ. সম্রাট

সঠিক উত্তর : গ

২৬. ‘তুমি যাহা চাও লও’— উক্তিটি কার?

ক. অন্ধ ব্যক্তির

খ. ধবল রোগীর

গ. টাকওয়ালার

ঘ. ফেরেশতার

সঠিক উত্তর : ক

২৭. ইচ্ছেমতো জিনিস নেওয়ার জন্য আগের অন্ধ ব্যক্তি ফেরেশতাকে কার কসম দিয়েছিল?

ক. নিজের

খ. সুলতানের

গ. আল্লাহর

ঘ. মায়ের

সঠিক উত্তর : গ

২৮. উপযুক্ত আচরণের জন্য আল্লাহ কার প্রতি খুশি হয়েছিলেন?

ক. ফেরেশতার

খ. অন্ধ ব্যক্তির

গ. ধবল রোগীর

ঘ. টাকওয়ালার

সঠিক উত্তর : খ

২৯. অন্ধ ব্যক্তি ব্যতীত বাকিদের ওপর আল্লাহ কী হয়েছিলেন?

ক. ক্ষিপ্ত

খ. বেজার

গ. রুষ্ট

ঘ. বিরক্ত

সঠিক উত্তর : খ

৩০. ফেরেশতা ইহুদিদের কী পরীক্ষা করতে এসেছিলেন?

ক. সততা

খ. ক্ষমতা

গ. ধৈর্য

ঘ. অহমিকা

সঠিক উত্তর : ক

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x