যান্ত্রিক ভাষা ও অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য কি?

যান্ত্রিক ভাষা ও অ্যাসেম্বলি ভাষা দুটোই নিম্ন স্তরের ভাষা। তবুও এদের মধ্যে নিম্ন বর্ণিত পার্থক্য দেখা যায়।

যান্ত্রিক ভাষা

  • কম্পিউটার যন্ত্র সরাসরি যে ভাষা বুঝতে পারে সে ভাষাই হচ্ছে যান্ত্রিক ভাষা।
  • মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা Object প্রোগ্রাম বলা হয়।
  • 0 ও 1 এ দুটি অক্ষর দিয়ে যন্ত্রভাষা লেখা হয়।
  • যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময়সাপেক্ষ।
  • যন্ত্র ভাষায় লিখিত প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।

 

অ্যাসেম্বলি ভাষা

  • যে প্রোগামিং ভাষায় Numeric Code-এর পরিবর্তে Mnemonic code ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে।
  • অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বা Source প্রোগ্রাম বলে।
  • অ্যাসেম্বলি ভাষায় অক্ষর এর পরিবর্তে সংকেত ব্যবহার করা হয়।
  • যান্ত্রিক ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা সহজতর ও কম সময়সাপেক্ষ।
  • অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারকে বুঝানোর জন্য অ্যাসেম্বলার নামক অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *