নেস্টেড লুপ কাকে বলে? ভিজুয়াল প্রোগ্রামিং (Visual programming) বলতে কী বোঝায়?

নেস্টেড লুপ : কোনো একটি লুপের ভিতর এক বা একাধিক লুপ স্থাপন করা হলে, তাকে নেস্টেড লুপ বলে। একাধিক প্রোগ্রামে একাধিক for statement ব্যবহার করা হলে প্রথম স্টেটমেন্টকে outer loop এবং পরবর্তী স্টেটমেন্টকে Inner loop বলা হয়।

ভিজুয়াল প্রোগ্রামিং (Visual programming) : স্ট্রাকচার্ড প্রোগ্রামিং-এর কাঠামো ও ভাষাকে পরিবেশে রুপান্তরিত করে তৈরি করা প্রোগ্রামিংকে ভিজুয়াল প্রোগ্রামিং (Visual programming) বলে। ভিজুয়াল প্রোগ্রামিং হলো GUI (Graphical User Interface) পরিবেশে তৈরি করার প্রোগ্রাম। এ পরিবেশে কাজের পরিবেশ দৃশ্যমান। ফলে ব্যবহারকারী বেশি সুবিধা ভোগ করতে পারে। তুলনামূলকভাবে কম নির্দেশ ও স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *