এন্টামিবা কি? এন্টামিবা এর গঠন। What is Entameba in Bangla?

এন্টামিবা (Entameba) হলো প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই।

এরা অ্যামিবার ন্যায় আকার ও আকৃতি পরিবর্তন করতে পারে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়। কখনও কখনও প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ তৈরি করে নিজেদের রক্ষা করে। এন্টামিবা কোষ বিভাজন ও অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। অণুবীজ বা স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে প্রতিটি স্পোর একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়।

রোগ বিস্তার
এন্টমিবা পরজীবী হিসেবে মানুষ, বানর, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুর এর বৃহদন্ত্রে বাস করে।

বংশবৃদ্ধি
এন্টমিবা কোষ বিভাজন ও অণুবীজ (স্পোর) সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখন্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে।অণুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নূতন অ্যামিবা হিসেবে বড় হয়।

এন্টমিবা’র বিভিন্ন অংশ

এন্টামিবা ৮টি অংশে বিভক্ত। যথা –

  • নিউক্লিয়াস
  • ব্যাকটেরিয়া
  • খাদ্য গহ্বর
  • লোহিত রক্ত কণিকা
  • ক্ষণপদ
  • প্লাজমালেমা
  • এক্টোপ্লাজম
  • এণ্ডোপ্লাজম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *