মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে?

মৌলিক স্বরধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি?

বাংলা ভাষায় অ, আ, ই, উ, এ, অ্যা, এবং ও এই সাতটি স্বরধ্বনিকে বিশ্লেষণ করে আর ধ্বনি পাওয়া সম্ভব নয় বলে এগুলো মৌলিক স্বরধ্বনি।

যে স্বরধ্বনি বিশ্লেষিত হয় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে।

যৌগিক স্বরধ্বনি কাকে বলে? যৌগিক স্বরধ্বনি কয়টি ও কি কি?

যে স্বরধ্বনিকে ভাগ বা বিশ্লেষণ করলে একাধিক স্বরধ্বনি পাওয়া যায়, সেগুলোকে যৌগিক স্বরধ্বনি বলে।

দুটি মৌলিক স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হওয়ার ফলে যৌগিক স্বরধ্বনি সৃষ্টি হয়।

ঐ (উচ্চারণে– ‘অই’ বা ‘ওই’) এবং ঔ (উচ্চারণে– ‘অউ’ বা ‘ওউ’) বাংলা স্বরবর্ণমালার অন্তর্গত এ বর্ণ দুটি যৌগিক স্বরধ্বনি।

বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ৩১। এদের মধ্যে কতকগুলোর উদাহরণ এখানে দেওয়া হলোঃ

(১) অই – (বই)

(২) অউ – (বৌ)

(৩) অও – (লও)

(৪) আই – (খাই)

(৫) আউ – (লাউ)

(৬) আএ – (পায়ে)

(৭) আও – (খাও)

(৮) ইআ – (টিয়া)

(৯) ইউ – (পিউ)

(১০) উই – (তুই)

(১১) উএ – (থুয়ে)

(১২) উও – (দুয়ো)

(১৩) এয়া – (কেয়া)

(১৪) এই – (নেই)

(১৫) ওআ – (দোয়া)

(১৬) ওএ – (হোয়ে)

(১৭) অ্যাএ – (ন্যায়ে)

(১৮) অ্যাও – (ম্যাও) ইত্যাদি।

তিনটি, চারটি, পাঁচটি স্বর দিয়েও যৌগিক স্বরধ্বনি হতে দেখা যায়। যেমন– আইও – (বসাইও), আওআ – (আওয়াজ), আওআইও – (খাওয়াইও)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *