বিচূর্ণীভবন ও নগ্নীভবন কাকে বলে?
বিচূর্ণীভবনঃ সূর্যতাপ, বায়ুপ্রবাহ, হিমবাহ, নদী বৃষ্টিপাত প্রভৃতি নানা প্রকার প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে শিলারাশি ধীরে ধীরে ভেঙে চূর্ণবিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে। ভূপৃষ্ঠের কোন স্হানের শিলারাশির উপর আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বলে বিচূর্ণীভবনকে আবহবিকারও বলে।
নগ্নীভবনঃ যে প্রক্রিয়ায় শিলারাশি চূর্ণ-বিচূর্ণ হয়ে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে সঞ্চিত হয় তাকে নগ্নীভবন বলা হয়। এ প্রক্রিয়া সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, সমুদ্র প্রভৃতি দ্বারা সম্পন্ন হয়। নগ্নীভবনের ফলে ভূ-পৃষ্ঠের গঠন-প্রকৃতির উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়।