জৈব যৌগের অণুর অন্তর্গত কোনো কার্বন পরমাণুতে চারটি বিভিন্ন পরমাণু বা গ্রুপ (Cabde) যুক্ত থাকলে, তাকে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কার্বন বলে।
বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন?
অ্যারোমেটিক যৌগগুলোতে সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ এবং এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। বেনজিন ছয় সদস্যের সমতলীয় চাক্রিক যৌগ। এতে একান্তর দ্বিবন্ধন রয়েছে। অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন-কার্বন একটি একক বন্ধন এবং একটি দ্বিবন্ধন থাকে। তাই বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কাইরাল কার্বন কাকে বলে? ” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।