পড়াশোনা

প্রতিপাদ স্থান কাকে বলে? ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?

1 min read

ভূপৃষ্ঠের কোন বিন্দু হতে পৃথিবীর কোন কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্র ভেদ করে ভূপৃষ্ঠের অপর দিকে যে বিন্দুতে স্পর্শ করে, তাকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলে। অর্থাৎ ভূ-গোলকের ব্যাসের এক প্রান্তের বিন্দুকে অপর প্রান্তের প্রতিপাদ স্থান বলে। প্রতিপাদ স্থান দুটি সম্পূর্ণরূপে একে অন্যের বিপরীত দিকে থাকে। এদের মধ্যে দ্রাঘিমান্তর হয় ১৮০°।

কোন স্থানের অক্ষাংশ যত ডিগ্রি, এর প্রতিপাদ স্থানের অক্ষাংশ তত ডিগ্রি হবে। স্থান দুটি একটি নিরক্ষরেখার উত্তরে ও অপরটি দক্ষিণে অবস্থিত হবে। একটি স্থানের অক্ষাংশ ৭০° উত্তর হলে তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ ৭০° দক্ষিণ হবে।

ঢাকার প্রতিপাদ স্থান : ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x