পড়াশোনা

ওপেক কি? ওপেক এর উদ্দেশ্য ও গুরুত্ব। What is OPEC in Bangla?

1 min read

ওপেক (OPEC) বা Organisation of Petroleum Exporting Countries – এই সংস্থাটি ১৯৬০ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর গঠিত হয়। Iran, Iraq, Kuwait, Saudi Arab ও Benjula – এই পাঁচটি রাষ্ট্রের প্রচেষ্টায় বাগদাদে এই সংস্থাটি গড়ে ওঠে।

এরপর ১৯৬১ খ্রিস্টাব্দে Qatar, ১৯৬২ খ্রিস্টাব্দে Indonesia ও Libya, ১৯৬৭ খ্রিস্টাব্দে United Arab Emirates, ১৯৬৯ খ্রিস্টাব্দে Algeria, ১৯৭১ খ্রিস্টাব্দে Nigeria এবং ১৯৭৩ খ্রিস্টাব্দে Ecuador ও Gabon এই সংস্থার অন্তর্ভুক্ত হয়। বর্তমানে Iraq ও Ecuador ওপেক – এর সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর বাকি ১১টি রাষ্ট্র এর সদস্য। ওপেক ভুক্ত দেশগুলির মধ্যে পৃথিবীর আবিষ্কৃত তেল সঞ্চয়ের প্রায় ৭৭% সঞ্চিত আছে এবং এরা একসঙ্গে পৃথিবীর মোট খনিজ তেলের ৮০% রপ্তানি করে। পৃথিবীর তেল রপ্তানির বাজারে এবং আরব তৈলজগতের স্বার্থ রক্ষার্থে ‘ওপেক’ একটি বলিষ্ঠ শক্তিরূপে কাজ করে

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x