শিপিং লেন কি? What is Shipping lane in Bangla?

মহাসমুদ্রে যে নির্দিষ্ট পথ ধরে জাহাজগুলি চলাচল করে, তাকেই শিপিং লেন (Shipping lane) বলে। মহাসমুদ্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব কমানোর জন্য জাহাজগুলি মহাবৃত্ত পথ ধরেই চলাচল করে। কেবলমাত্র জাহাজ চলাচলের প্রতিবন্ধকগুলির উপস্থিতির কারণে এদের পথগুলির মধ্যে সামান্য পরিবর্তন দেখায়।

পৃথিবীতে ৯টি উল্লেখযোগ্য শিপিং লেন বা সমুদ্র পথের অবস্থান দেখা যায়। এগুলি হল—
১. উত্তর আটল্যান্টিক শিপিং লেন।
২. পশ্চিম ইউরোপ – ভূমধ্যসাগর – ভারত মহাসাগর শিপিং লেন।
৩. উত্তমাশা অন্তরীপ শিপিং লেন।
৪. প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ আমেরিকা – উত্তর আমেরিকা – ইউরোপ শিপিং লেন।
৫. আটলান্টিক – দক্ষিণ আমেরিকা পূর্ব উপকূল শিপিং লেন।
৬. পশ্চিম উপকূলীয় উত্তর আমেরিকার শিপিং লেন।
৭. পূর্ব পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় শিপিং লেন।
৮. ক্যারিবিয়ান উপসাগরীয় শিপিং লেন ও
৯. উপসাগরীয় – উত্তর আমেরিকার পূর্ব উপকূলীয় শিপিং লেন।

এদের মধ্যে উত্তর আটলান্টিক শিপিং লেন হলো পৃথিবীর সর্বাপেক্ষা ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ শিপিং লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *