Modal Ad Example
পড়াশোনা

শিলা কাকে বলে? শিলা কত প্রকার ও কি কি? শিলার উদাহরণ।

1 min read

ভূ-ত্বক যে সকল উপাদানে গঠিত এদের সাধারণ নাম শিলা। শিলা বলতে সাধারণত কঠিন প্রস্তরকে বোঝায়। কিন্তু ভূতাত্ত্বিকদের মতে দুই বা ততোধিক খনিজ পদার্থের মিলনে যে পদার্থ গঠিত হয়, তাকে শিলা বলে। গ্রানাইট, গ্যাব্রো, টাফ, ব্রেসিয়া, ব্যাসন্ট ইত্যাদি শিলার উদাহরণ।

শিলার শ্রেণীবিভাগ

শিলা প্রধানত তিন প্রকার। যথা–
১। আগ্নেয় শিলা
২। পাললিক শিলা
৩। রূপান্তরিত শিলা

বিভিন্ন প্রকার শিলার বর্ণনাঃ

১। আগ্নেয় শিলা : ভূগর্ভস্থ গরম তরল পদার্থগুলো শীতল হয়ে যে শিলার সৃষ্টি হয়, তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা দুই প্রকার। যথা—
ক. উদ্‌বেধী ও
খ. নিঃসারী।

উদ্‌বেধী আগ্নেয় শিলা দুই ভাগে বিভক্ত। যথা–
ক. পাতালিক শিলা ও
খ. উপপাতালিক শিলা।

গ্রানাইট, গ্যাব্রো, সায়েনাইট, ডায়োরাইট প্রভৃতি পাতালিক শিলা এবং পরফাইরি উপপাতালিক শিলার উদাহরণ।

নিঃসারী আগ্নেয় শিলাও দুই ভাগে বিভক্ত। যথা–
ক. বিস্ফোরক ও
খ. শান্ত।

টাফ ও ব্রেসিয়া বিস্ফোরক শিলা এবং রায়োলাইট, ব্যাসল্ট, অ্যাণ্ডেসাইট ইত্যাদি শান্ত শিলার উদাহরণ।

২। পাললিক শিলা : পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলা প্রধানত তিন প্রকার। যথা–
ক. যান্ত্রিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা,
খ. রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা এবং
গ. জৈবিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা।

যান্ত্রিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলার উদাহরণ— নুড়িপাথর, বেলে পাথর, পলি পাথর ইত্যাদি।
রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলার উদাহরণ– চুনাপাথর, ডোলোমাইট, লবণ ইত্যাদি।
জৈবিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলার উদাহরণ— কয়লা ও চুনাপাথর।
পাললিক শিলার বৈশিষ্ট্য : স্তরায়ন, তরঙ্গ ছাপ, কদমফাটল প্রভৃতি পাললিক শিলার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

৩। রূপান্তরিত শিলা : কোন শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে।

আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তনের মাধ্যমে রূপান্তরিত শিলার সৃষ্টি হয়।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। উৎপত্তি অনুসারে শিলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক) ৫ ভাগে

খ) ৩ ভাগে

গ) ৪ ভাগে

ঘ) ২ ভাগে

সঠিক উত্তর : খ) ৩ ভাগে

২। পাললিক শিলার উদাহরণ কোনটি?

ক) স্লেট

খ) জিপসাম, চুনাপাথর

গ) ডাইক

ঘ) মার্বেল

সঠিক উত্তর : খ) জিপসাম, চুনাপাথর

৩। ভূ-অভ্যন্তরের ম্যাগমা শীতল ও কেলাসিত হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি হয় তাকে কী বলে?

ক) বিস্ফোরক আগ্নেয় শিলা

খ) পাতালিক শিলা

গ) উদ্বেধী আগ্নেয় শিলা

ঘ) শান্ত শিলা

সঠিক উত্তর : গ) উদ্বেধী আগ্নেয় শিলা

৪। শিলা রূপান্তরিত হয়ে কি হয়?

ক) মার্বেল

খ) স্লেট

গ) বায়োটাইট

ঘ) অভ্র

সঠিক উত্তর : ক) মার্বেল

৫। কোনটি জৈবিক পাললিক শিলা?

ক) চুনাপাথর

খ) বেলেপাথর

গ) লবণ

ঘ) জিপসাম

সঠিক উত্তর : ক) চুনাপাথর

৬। তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে কী বলে?

ক) পাললিক শিলা

খ) রূপান্তরিত শিলা

গ) আগ্নেয় শিলা

ঘ) নমনীয় শিলা

সঠিক উত্তর : খ) রূপান্তরিত শিলা

৭। কোনটি আগ্নেয় শিলা?

ক) বেলে পাথর

খ) ডোলোমাইট

গ) ব্যাসল্ট/গ্রানাইট

ঘ) মার্বেল

সঠিক উত্তর : গ) ব্যাসল্ট/গ্রানাইট

৮। বিস্ফোরক শিলা হচ্ছে–

ক) গ্রানাইট ও গ্যাব্রো

খ) টাফ ও ব্রেসিয়া

গ) সায়েনাইট ও টাফ

ঘ) ব্রেসিয়া ও গ্রানাইট

সঠিক উত্তর : খ) টাফ ও ব্রেসিয়া

৯। শিলার তাপ ও চাপের ফলে এর খনিজসমূহ পাতার ন্যায় চ্যাপ্টা হয়ে সমান্তরালভাবে বিন্যস্ত হয়। একে কী বলে?

ক) পত্রায়ন

খ) স্ফটিকায়ন

গ) রূপান্তরণ

ঘ) সমান্তরায়ন

সঠিক উত্তর : ক) পত্রায়ন

১০। শেল রূপান্তরিত হয়ে কী শিলা হয়?

ক) মার্বেল

খ) স্লেট

গ) বায়োটাইট

ঘ) মাসকোভাইট

সঠিক উত্তর : খ) স্লেট

১১। চুনাপাথর পরিবর্তিত হয়ে কী শিলায় পরিণত হয়?

ক) কোয়ার্টজ

খ) বায়োটাইট

গ) স্লেট

ঘ) মার্বেল

সঠিক উত্তর : ঘ) মার্বেল

১২। নিম্নের কোনটি উপপাতালিক আগ্নেয় শিলা?

ক) ডায়োরাইট

খ) গ্রানাইট

গ) পরফাইরি

ঘ) ব্যাসল্ট

সঠিক উত্তর : গ) পরফাইরি

১৩। কোনটি পত্রায়ন বিশিষ্ট শিলা?

ক) স্লেট

খ) মার্বেল

গ) কোয়ার্টজাইট

ঘ) হেলাইট

উত্তর : ক) স্লেট

১৪। কয়লা কোন প্রকার শিলা?

ক) রূপান্তরিত শিলা

খ) রাসায়নিক পাললিক শিলা

গ) যান্ত্রিক পাললিক শিলা

ঘ) জৈবিক পাললিক শিলা

সঠিক উত্তর : ঘ) জৈবিক পাললিক শিলা

১৫। স্লেট এর সৃষ্টি হয়েছে কোন শিলা থেকে?

ক) শেল থেকে

খ) ডোলোমাইট থেকে

গ) বেলপাথর থেকে

ঘ) জিপসাম থেকে

সঠিক উত্তর : ক) শেল থেকে

১৬। কোনটি পাতালিক শিলার উদাহরণ?

ক) ফরফাইরি

খ) ডোলোমাইট

গ) চার্ট

ঘ) গ্রানাইট

সঠিক উত্তর : ঘ) গ্রানাইট

১৭। কোনটি রাসায়নিক পাললিক শিলা?

ক) পলি পাথর

খ) ডায়াটম

গ) ডোলোমাইট/জিপসাম

ঘ) বেলেপাথর

সঠিক উত্তর : গ) ডোলোমাইট/জিপসাম

১৮। ম্যাগমা ঠাণ্ডা হয়ে কোন শিলা হয়?

ক) পাললিক শিলা

খ) অপত্রায়ন শিলা

গ) রূপান্তরিত শিলা

ঘ) আগ্নেয় শিলা

সঠিক উত্তর : ঘ) আগ্নেয় শিলা

১৯। কোন শিলা পলি দ্বারা গঠিত?

অথবা, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তার নাম কি?

ক) আগ্নেয় শিলা

খ) রূপান্তরিত শিলা

গ) পাললিক শিলা

ঘ) ব্রেসিয়া ও গ্রানাইটল

সঠিক উত্তর : গ) পাললিক শিলা

২০। কোনটি পাতালিক আগ্নেয়শিলার উদাহরণ?

ক) ব্যাসল্ট

খ) রুয়োলাইট

গ) অ্যান্ডেসাইট

ঘ) সায়েনাইট

সঠিক উত্তর : ঘ) সায়েনাইট

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x