বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে? বিশুদ্ধ অর্ধপরিবাহীর উদাহরণ
যেসব অর্ধপরিবাহীতে কোনাে অপদ্রব্য থাকে না তাদের বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী বলে।
অর্ধপরিবাহীতে পরিবহন ব্যান্ডের ইলেকট্রনের সংখ্যা এবং যােজন ব্যান্ডের হােলের সংখ্যা সমান হয়। কেননা, যােজন ব্যান্ড থেকে যতগুলাে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যায়, ততগুলাে হােল যােজন ব্যান্ডে সৃষ্টি হয়। সিলিকন, জার্মেনিয়াম, টিন ইত্যাদি বিশুদ্ধ অর্ধপরিবাহী।