যৌগমূলক কি? যৌগমূলকের উদাহরণ।
যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণুগুচ্ছ যা একটি আয়নের মতো আচরণ করে। যৌগমূলকসমূহকে আধানসহ লেখা হয়। এরা ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট হতে পারে। যৌগমূলকসমূহের আধান সংখ্যাই তাদের যোজ্যতা। অ্যামোনিয়াম (NH+
4), ফসফোনিয়াম (PH+
4), হাইড্রক্সাইড (OH−), কার্বোনট (CO2−
3), সালফেট (SO2−
4), সালফাইট (SO2−
3), নাইট্রেট (NO−
3) ইত্যাদি যৌগমূলকের উদাহরণ।