তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি?
সূত্র: “দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে।”
আর. এইচ. ফাওলার এই সূত্রটিকে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র (Zeroth law of thermodynamics) নামে অভিহিত করেন। তাপীয় সাম্যাবস্থার উপরিউক্ত সূত্রের ওপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে তৃতীয় বস্তুটি থার্মোমিটারের ভূমিকা পালন করে।