পড়াশোনা
0 min read

দর্শনানুভূতির স্থায়িত্বকাল কাকে বলে?

কোন বস্তু চোখের সামনে থেকে সরিয়ে নিলে সরিয়ে নেয়ার 1/10 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে।

কোন বস্তুকে চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে একে আবার এক সেকেন্ডের দশভাগের এক ভাগের মধ্যে যদি চোখের সামনে আনা যায় তাহলে দর্শনানুভূতির স্থায়িত্বের জন্য বস্তুটি চোখের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে তা টের পাওয়া যায় না। এই কারণে চোখের সামনে একটি জ্বলন্ত মশাল জোরে ঘুরালে আমরা চোখে আগুনের একটি বৃত্ত দেখি যদিও বিভিন্ন সময়ে মশালটি বিভিন্ন জায়গায় থাকে।

Rate this post