শক্তির রূপান্তর কাকে বলে? শক্তির রূপান্তর প্রয়োজন কেন?

শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়াকে শক্তির রূপান্তর বলে। এ মহাবিশ্বে শক্তি বিভিন্নরূপে বিরাজ করে অর্থাৎ শক্তি বিভিন্ন প্রকার হয়ে থাকে৷ বিভিন্ন প্রকার শক্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করা সম্ভব। শক্তির এ রূপান্তরের সময় শক্তির কোন ক্ষয় হয় না। বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অন্য রূপে তার সমপরিমাণ শক্তি লাভ করে।

শক্তির রূপান্তরের প্রয়োজনীয়তা
ব্যবহারিক সুবিধার জন্য শক্তির রূপান্তরের প্রয়োজনীয়তা আছে।
শক্তির রূপান্তর না হলে কোনো কাজই করা সম্ভব হতো না। যেমন– গরম ইস্ত্রি দিয়ে জামা-কাপড় ইস্ত্রি করা হয়। এক্ষেত্রে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ চালনা করলে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। একইভাবে আলোক শক্তি, শব্দশক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধার জন্য বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং বলা যায় যে, শক্তির রূপান্তরের প্রয়োজনীয়তা অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *