ভবিষ্যৎ কাল কাকে বলে? ভবিষ্যৎ কাল কত প্রকার ও কি কি?-Future Tense in Bangla

যে ক্রিয়া দ্বারা কোনো কাজ এখনও শুরু হয়নি কিন্তু ভবিষ্যতে শুরু হবে এরূপ বুঝায়, তাকে ভবিষ্যৎ কাল (Future Tense) বলে। যেমনঃ নাজিয়া পরীক্ষা দিবে, কাফি স্কুলে যাবে ইত্যাদি।

 

ভবিষ্যৎ কাল (Future Tense) এর প্রকারভেদ

ভবিষ্যৎ কালকে চার ভাগে ভাগ করা যায়। যথা—

১। সাধারণ ভবিষ্যৎ;

২। ঘটমান ভবিষ্যৎ;

৩। পুরাঘটিত ভবিষ্যৎ;

৪। ভবিষ্যৎ অনুজ্ঞা।

১। সাধারণ ভবিষ্যৎ (Future Indefinite)

যে ক্রিয়া এখনও ঘটে নি, কিন্তু পরে ঘটবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। যেমন— ‘আমি ঢালিব করুণাধারা, আমি ভাঙিব পাষাণকারা।’ ‘প্রতিভার তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি।’ ‘উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পুনর্বার।’

২। ঘটমান ভবিষ্যৎ (Future Continuous)

যে ক্রিয়া ভবিষ্যতে ঘটতে থাকবে, অর্থাৎ, যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলা হয়। যেমন— ‘তুমি যখন পড়তে থাকবে, তখন আমি ঘুমাতে থাকব। পৃথিবী তখনও সূর্য পরিক্রমার পথে চলতে থাকবে।

৩। পুরাঘটিত ভবিষ্যৎ (Future Perfect)

ভবিষ্যৎ কালে ক্রিয়া হয়তো সম্পন্ন হয়ে থাকবে; অর্থাৎ ভবিষ্যৎ কালে কোনো ক্রিয়ার কাজ হয়তো সমাপ্ত হয়ে থাকবে, এরূপ অর্থে ক্রিয়ার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ বলে।

যেমন— কেউ জানবে না, কোনোদিন সে হয়তো মরে থাকবে। তুমি যখন আসবে তখন সে খেয়ে থাকবে। সে হয়তো আমার জন্য বসে থাকবে।

৪। ভবিষ্যৎ কালের অনুজ্ঞা (Future Imperative Mood)

প্রার্থনা, আদেশ, অনুরোধ ইত্যাদি কাজের কাল ভবিষ্যতে বোঝাতে যে অনুজ্ঞা হয় তাকে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা বলে। যেমন— ‘যেও না রজনি, তুমি লয়ে তারাদলে।’ যা নিত্য পড়বে, নিত্য তা অভ্যাস করবে। কখনও মিথ্যা কথা বলবে না।

 

অনুশীলনী

  • ভবিষ্যৎ কাল কত প্রকার?
  • পুরাঘটিত ভবিষ্যৎ কালের উদাহরণ।
  • ভবিষ্যৎ কালের অনুজ্ঞা কোনটি?
  • ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না?
  • ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি?
  • অতীত কালের স্থলে কখন ভবিষ্যৎ কালের ক্রিয়ার রুপ ব্যবহৃত হয়?

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ভবিষ্যৎ কাল কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.
Back To Top