পড়াশোনা

বদ্ধ সিস্টেম কাকে বলে? তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে লিখ।

1 min read

যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম (Closed system) বলে।

তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে নিম্নরূপ:
i. স্বতঃস্ফূর্ত বা স্বতঃপ্রণােদিত কোনাে প্রক্রিয়ায় কোনাে ব্যবস্থার এনট্রপি কখনও হ্রাস পায় না। অর্থাৎ এনট্রপির পরিবর্তন dS হলে, সর্বদাই dS ≥ 0 হয়।
ii. কিছু পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয়। অর্থাৎ 100% দক্ষতার ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়।
iii. কাজ করা ব্যতীত নিম্ন তাপমাত্রার স্থান হতে উচ্চ তাপমাত্রার স্থানে তাপশক্তি স্থানান্তর করা সম্ভব নয়। এ নীতি ব্যবহার করেই রেফ্রিজারেটর তৈরি করা হয়েছে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment