অভিকর্ষ কি? পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো।

পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে।

পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো।

পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয়। বস্তুর ওজন মূলত অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভরশীল। পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয়। এর ফলে ভূ-পৃষ্ঠের বিভিন্নস্থানে g এর মানের পরিবর্তন হয়। আর g এর মানের পরিবর্তনের কারণে বস্তুর ওজনও পরিবর্তন হয়। যেমন-বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় g এর মান সবচেয়ে কম।

সুতরাং বিষুবীয় অঞ্চলে কোন বস্তুর ওজন সবচেয়ে কম। একইভাবে আহ্নিকগতির জন্য অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে ক্রমশ বৃদ্ধি পায়। এর ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *