বস্তুর ভর কাকে বলে? ভরের একক কি?

কোন বস্তুর ভেতর মোট পদার্থের পরিমাণকে তার ভর বলে। ভরকে সাধারণত m দ্বারা প্রকাশ করা হয়। ভর একটি অদিক ও মৌলিক রাশি। ভর সর্বত্র অপরিবর্তিত থাকে।

উদাহরণ : আমরা বাজার থেকে ১ কেজি লবণ কিনলে বলে থাকি যে লবণের ওজন ১ কেজি। কিন্তু প্রকৃতপক্ষে এটি ওজন নয় ‘ভর’।

ভরের একক
আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম (kg)। সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের সাভ্রেতে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়। কম ভরের জন্য গ্রাম এবং বেশি ভরের জন্য কুইন্টাল ও মেট্রিকটন একক ব্যবহৃত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *