কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া বল শূন্য হওয়ার কারণে বস্তুর ওজন শূন্য অনুভূত হওয়ার ঘটনাকে বলা হয় ওজনহীনতা (Weightlessness)।
পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বলই হচ্ছে তার ওজন। তিনি সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। আমরা যখন স্থির লিফটে দাড়াই তখন লিফটের মেঝের উপর আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি এবং লিফটের মেঝেও তার সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। তাই আমরা ওজন অনুভব করি। কিন্তু লিফট যদি মুক্তভাবে নিচে পড়তে থাকে তখন আমাদের উপর কোনো প্রতিক্রিয়া বল না থাকায় আমরা ওজনহীনতা অনুভব করি।
পৃথিবীর যেকোন বস্তুই একে অপরকে আকর্ষণ করছে । এই আকর্ষণের জন্য পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ভেতরের সকল বস্তুকেই পৃথিবী তার নিজের দিকে টেনে নেয় ।
পৃথিবীর অভিকর্ষ বলের দরুণই এ ঘটনা ঘটে থাকে।
পৃথিবীর দিকে কোন বস্তুর এ আকর্ষণ বলই হল ঐ বস্তুর ওজন । (ওজন কি?)
কোন বস্তুর উপর,
পৃথিবীর অভিকর্ষ বল (W) = বস্তুর ভর (m) x পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ (g)
সুতরাং W=mg
তাই পৃথিবীর দিকে কোন বস্তু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এর সমান ত্বরণে আসতে থাকলে বা পতিত হলে ঐ বস্তুটি ওজনহীনতা অনুভব করবে। (কখন কোনো বস্তু ওজনহীনতা অনুভব করে/মুক্তভাবে পড়ন্ত বস্তু কেনো ওজনহীনতা অনুভব করে?)
আবার নিউটনের গতির ৩য় সূত্র থেকে আমরা জানি যে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু কর্তৃক বল থাকলেও তার প্রতিক্রিয়া থাকে না। তাই W=mg=0 হয়।
অর্থাৎ বস্তুর প্রকৃত ভর থাকলেও বস্তুটি ওজনহীন হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ওজনহীনতা কি? What is Weightlessness in Bangla?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ওজনহীনতা কি? What is Weightlessness in Bangla?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।