পিছট ত্রুটি কাকে বলে? স্ফেরোমিটার কী? ব্যাখ্যা করো।
যে সকল যন্ত্র স্ক্রু, নাট ইত্যাদির নীতির ওপর ভিত্তি করে তৈরি সে সকল যন্ত্র সাধারণত একটু পুরানাে হলে এই ধরনের ত্রুটি দেখা দেয়। কারণ বেশি ব্যবহারের ফলে নাটের গর্ত বড় হয়ে যেতে পারে বা স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে যায়। ফলে ক্রু উভয় দিকে একই পরিমাণ ঘুর্ণনের ফলে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে না। এই জাতীয় ত্রুটিকে পিছট ত্রুটি বলে। পাঠ নেওয়ার সময় স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে পাঠ নিলে এই ত্রুটির হাত থেকে রেহাই পাওয়া যায়।
স্ফেরোমিটার কী? ব্যাখ্যা করো।
পাতলা পাতের পুরুত্ব, গোলীয় বা বক্রতলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য বৃত্তাকার স্কেল যুক্ত যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে স্ফেরোমিটার বলে। বৃত্তাকার (Spherical) স্কেলের সহায়তায় কোন পরিমাপ নির্ণয় করা হয় বলে, এই যন্ত্রকে স্কেরোমিটার বলা হয়।