ঘাত বল কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা।

admin
1 Min Read

খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।
অর্থাৎ খুব সীমিত সময়ের জন্য খুব বড় মানের ঘাত বল প্রযুক্ত হয়। অনেক সময় এ ঘাত বলের মান এত বড় হয় যে এর ক্রিয়াকাল খুব কম হলেও এর প্রভাব দৃষ্টিগ্রাহ্য হয়। যে স্বল্প সময় ধরে ঘাত বল প্রযুক্ত হয় সেই সময় অন্যান্য বলের প্রভাব উপেক্ষা করা হয়।

চলুন একটি উদাহরণের সাহায্যে বুঝি, ধরা যাক, একটি র‌্যাকেট কোনো টেনিস বলকে আঘাত করল। র‌্যাকেট কর্তৃক প্রযুক্ত বল F টেনিস বলটির ভরবেগ পরিবর্তন করে। যে সময় ধরে টেনিস বলটি র‌্যাকেটটির সংস্পর্শে থাকে সে সময় র‌্যাকেট কর্তৃক প্রযুক্ত বল টেনিস বলটির উপর ক্রিয়াশীল অন্যান্য বলের তুলনায় অনেক বড় হয়। র‌্যাকেট কর্তৃক এরূপ বল ঘাত বল।

Share this Article
Leave a comment
x