লেড স্টোরেজ ব্যাটারি কি? লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা ও অসুবিধা কি?

লেড স্টোরেজ ব্যাটারি কি? (What is Lead storage battery in Bengali/Bangla?)

লেড স্টোরেজ ব্যাটারি (Lead storage battery) এক ধরনের রিচার্জেবল ব্যাটারি। এ ব্যাটারির দুটি তড়িৎদ্বারই লেড (সীসার) পাতের তৈরি। তবে একটি লেডের গ্রিডে সছিদ্র লেডের পাত ভর্তি করে অ্যানোড তৈরি করা হয়। অপর লেডের গ্রিডে PbO2 ভর্তি করে ক্যাথোড তৈরি করা হয়। উভয় তড়িৎদ্বারই সালফিউরিক এসিডের একটি সাধারণ দ্রবণে ডুবানো থাকে।

লেড স্টোরেজ ব্যাটারির সুবিধাসমূহ (Advantages of Lead storage battery)

  • প্রাথমিক অবস্থাতেই এটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহ প্রদান করে থাকে।
  • এটির নির্মাণ ব্যয় খুব সামান্য এবং স্থানীয়ভাবে প্রস্তুত করা যায়।
  • ব্যাটারি নির্মাণে প্রয়োজনীয় উপকরণ খুব সহজেই পাওয়া যায়।
  • এটিকে পুনরায় রিচার্জ করা যায়।
  • এ জাতীয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কম।
  • এর উৎকর্ষতা যথেষ্ট ভালো এবং ওভারচার্জিং এর ফলে তেমন কোনো ক্ষতি হয় না।
  • সাময়িকভাবে অল্প কিছুক্ষণের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটলে এ ব্যাটারি সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
  • এর মূল উপাদানগুলোকে রিসাইকেল করা যায়।

লেড স্টোরেজ ব্যাটারির অসুবিধাসমূহ (Disadvantages of Lead storage battery)

  • লেড স্টোরেজ ব্যাটারির ওজন অস্বাভাবিকভাবে বেশি।
  • খুবই ধীরগতিতে চার্জিত হয়।
  • এ ব্যাটারির কর্মদক্ষতা (efficiency) মাত্র 70%।
  • তড়িৎ বিশ্লেষ্য যোগ করায় সাথে সাথেই ব্যাটারি চার্জিত হয় এবং এটি ক্ষয় হতে থাকে।
  • এটি অতিরিক্ত তাপের সৃষ্টি করে থাকে।
  • এ ব্যাটারির রক্ষণাবেক্ষণ খরচ আছে।
  • উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও অব্যবস্থাপনার কারণে ব্যাটারির তড়িৎ বিশ্লষ্য ও লেড ধাতু মারাত্মকভাবে পরিবেশের দূষণ ঘটায়।
  • অন্য সব ব্যাটারির মতো অপেক্ষাকৃত ছোট আকারের ব্যাটারি তৈরি করা সম্ভব নয়।
  • রিচার্জিং এর সময় H2 গ্যাসের উৎপন্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়। H2 একটি দাহ্য গ্যাস।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *