তারের কারেন্ট বহন ক্ষমতা (Current Carrying Capacity of Wire)
পরিবাহী তারের মধ্য দিয়ে সর্বোচ্চ যত পরিমাণ বৈদ্যুতিক কারেন্ট অনুমোদিত ভোল্টেজ ড্রপ সাপেক্ষে নিরাপদে প্রবাহিত হতে পারে, তাকে ঐ পরিবাহী তারের কারেন্ট বহন ক্ষমতা বলে। পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে উৎপন্ন তাপ দিয়ে ঐ পরিবাহী বা উহার ইনসুলেশনের কোন ক্ষতি হওয়া যাবে না। একই ধরনের পরিবাহীর ক্ষেত্রে সরু তারের চেয়ে মোটা তারের কারেন্ট বহন ক্ষমতা বেশি।
কোন পরিবাহীর কারেন্ট বহন ক্ষমতা ১০ অ্যাম্পিয়ার বলতে বোঝায় ঐ পরিবাহী দিয়ে সর্বোচ্চ ১০ অ্যাম্পিয়ার কারেন্ট, পরিবাহীর কোন ক্ষতি ছাড়াই নিরাপদে প্রবাহিত হতে পারে।
তারের কারেন্ট বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে?
তারের কারেন্ট বহন ক্ষমতা যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো–
(ক) পরিবাহী তারের সাইজ বা ব্যাসের উপর। ব্যাস যত বেশি হবে কারেন্ট বহন ক্ষমতা তত বাড়বে।
(খ) পরিবাহী তারের উপাদানের উপর। পরিবাহী তারের রোধ যত কম হবে কারেন্ট বহন ক্ষমতা তত বেশি হবে। একই সাইজের অ্যালুমিনিয়ামের চেয়ে তামার রোধ কম হয় এবং তামার তারের কারেন্ট বহন ক্ষমতা (প্রায় ৪১%) বেশি। কিন্তু সমপরিমাণ বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে তামার চেয়ে অ্যালুমিনিয়ামের সাইজ মোটা হলেও ওজনে কম এবং সহজলভ্য। তাই একই সার্কিটে একই কারেন্ট বহনে তামার তারের পরিবর্তে অ্যালুমিনিয়াম তার ব্যবহার করলে খরচ অনেক কম হয়।
(গ) পরিবাহীর গঠন এর উপর কারেন্ট বহন ক্ষমতা নির্ভর করে। একই সাইজের সলিড বা নিরেট তারের চেয়ে গুচ্ছ তার/বান্ডিল তারের কারেন্ট বহন ক্ষমতা প্রায় ১৮% বেশি।
(ঘ) তারের সর্বোচ্চ অনুমোদিত ভোল্টেজ ড্রপ ৫% পর্যন্ত বিবেচনা করতে হবে। লোড কারেন্ট বহনে সক্ষম কিন্তু ভোল্টেজ ঘাটতি বেশি হলে তারের সাইজ বাড়াতে হবে।
(ঙ) শিথ/ইনসুলেশনের উপর তারের ভোল্টেজ সহ্য করার ক্ষমতা নির্ভর করে। ইনসুলেশন ভালো হলে তার গরম কম হয়। ফলে বেশি কারেন্ট বহনে সক্ষম হয়।
তারের ভোল্টেজ গ্রেড (Voltage Grade of Wire)
ইনসুলেশনযুক্ত পরিবাহীর ইনসুলেশন সর্বোচ্চ যত ভোল্ট তড়িৎচাপ/ভোল্টেজ নিরাপদে বহনে সক্ষম সেই তড়িৎ চাপকেই ঐ পরিবাহীর ভোল্টেজ গ্রেড বলা হয়। বাসা বাড়িতে ব্যবহৃত তারের ভোল্টেজ গ্রেড ২৫০ ভোল্ট/৪৪০ ভোল্ট গ্রেড এবং শিল্প কলকারখানায় ব্যবহৃত তারের ভোল্টেজ গ্রেড ৬৫০ ভোল্ট/১১০০ ভোল্ট গ্রেড।
প্রশ্নমালা
১। তারের কারেন্ট বহন ক্ষমতা বলতে কী বোঝায়?
২। কোন পরিবাহীর কারেন্ট বহন ক্ষমতা ১০ অ্যাম্পিয়ার বলতে কী বোঝায়?
৩। তারের কারেন্ট বহন ক্ষমতা কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৪। তার মোটা হলে কারেন্ট বহন ক্ষমতা বাড়ে না কমে?
৫। তারে খেই থাকলে কারেন্ট বহন ক্ষমতা বাড়ে না কমে?
৬। তারের ভোল্টেজ গ্রেড বলতে কী বোঝায়?
৭। তারের ভোল্টেজ গ্রেড খুব গুরুত্বপূর্ণ কেন?
৮। তারের ভোল্টেজ গ্রেড কিসের উপর নির্ভর করে?