বেনেট-ক্লার্ক এর লেসিথিন মতবাদ বর্ণনা করো।

বিজ্ঞানী বেনেট ও ক্লার্ক ১৯৫৬ খ্রিস্টাব্দে খনিজ লবণের সক্রিয় শোষণের ব্যাপারে এ মতবাদ প্রকাশ করেন৷ তাঁদের মতে লেসিথিন নামক একটি ফসফোলিপিড অ্যানায়ন ও ক্যাটায়নের বাহক হিসেবে কাজ করে এবং লেসিথিনের মাধ্যমে খনিজ লবণের পরিশোষণ সম্পাদিত হয়।

কোষঝিল্লির বাইরের অঞ্চলে লেসিথিন অ্যানায়ন ও ক্যাটায়ন গ্রহণ করে একটি যৌগ গঠন করে। কোষঝিল্লির ভেতরের অঞ্চলে হাইড্রোলাইসিসের ফলে যৌগটি বিশ্লিষ্ট হয়ে কলিন ও ফসফোটাইটিক এসিড তৈরি করে এবং অ্যানায়ন ও ক্যাটায়ন মুক্ত হয়ে কোষের অভ্যন্তরে শোষিত হয়।

ATP এর সহায়তার কলিন ও ফসফোটাইডিক এসিড কোষঝিল্লির বাইরের অঞ্চলে পুনরায় মিলিত হয়ে লেসিথিন গঠন করে। এভাবে চক্রাকারে লেসিথিনের সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে অ্যানায়ন ও ক্যাটায়ন শোষিত হয়। লেসিথিনেজ, কলিন অ্যাসিটাইলেজ ও কলিন এস্টারেজ নামক এনজাইমগুলো লেসিথিনের বিশ্লেষণ ও সংশ্লেষণে কার্যকর ভূমিকা পালন করে।

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top