ফিটকিরি কি? আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?
ফিটকিরি একটি রাসায়নিক যৌগ। এটি একটি কেলাসাকার যৌগ। এর রাসায়নিক সংকেত K₂SO₄.Al₂(SO₄)₃.24H₂O। এটি পানি বিশুদ্ধ করতে ব্যবহার করা হয়।
আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি?
আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নিম্নরুপঃ
- ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক যৌগ গঠিত হয়। অপরদিকে, অধাতু-অধাতু সমযোজী যৌগ গঠন করে।
- আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে। কিন্তু, সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার ঘটে।
- আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। অপরদিকে, সমযোজী যৌগের গলনাংক ও স্ফুটনাংক কম হয়।
- আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয়। অপরদিকে, সমযোজী যৌগসমূহ পানিতে অদ্রবণীয়।
- আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু, সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে না।
- আয়নিক যৌগসমূহ কেলাস গঠন করতে পারে। কিন্তু, সমযোজী যৌগসমূহ সাধারণত তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে।