সক্রিয় ভর বলতে কী বোঝায়? নিউক্লিয়াসকে পরমাণুর ভরকেন্দ্র বলা হয় কেন?

কোনো বিক্রিয়কের সক্রিয় ভর বলতে সাধারণভাবে বিক্রিয়কটির মোলার গাঢ়ত্ব (গ্রাম-অণু/লিটার) কে বোঝায়। একে বিভিন্ন উপায়ে প্রকাশ করা যায়। যেমন– ১) দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে: দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভর বিক্রিয়কগুলোর মোলার গাঢ়ত্বের সাহায্যে প্রকাশ করা হয়। যদি “V” লিটার আয়তনের দ্রবণে কোনো পদার্থের “n” মৌল দ্রবীভূত থাকে, তবে পদার্থটির সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব = n/V

২) গ্যাসের মিশ্রণে কোনো উপাদানের ক্ষেত্রে: গ্যাস মিশ্রণের ক্ষেত্রে উপাদানের সক্রিয় ভরকে উক্ত উপাদানের আংশিক চাপের সাহায্যে সাধারণত প্রকাশ করা হয়।

নিউক্লিয়াসকে পরমাণুর ভরকেন্দ্র বলা হয় কেন?

কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ঐ মৌলের ভর সংখ্যা বলে। একে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। যাকে নিউক্লিয়াস বলে। কোনো মৌলের প্রোটন সংখ্যা p ও নিউট্রন সংখ্যা n হলে ঐ মৌলের ভর সংখ্যা = (প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা) অর্থাৎ A = p + n। যেহেতু পরমাণুর সকল ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে তাই নিউক্লিয়াসকে পরমাণুর ভরকেন্দ্র বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *