প্রশ্ন-১. বেঞ্চ লেদ (Bench Lathe) কি?
উত্তর : বেঞ্চ লেদ সূক্ষ্ম ও হালকা ধরনের কাজের উপযোগী করে নির্মিত একটি ছোট লেদ। এটা বেঞ্চের উপর বসানো থাকে বলে একে বেঞ্চ লেদ বলা হয়। বেঞ্চ লেদ সাধারণত ১৮০ সেন্টিমিটার বেড ও ৩০ সেন্টিমিটার সুইং বিশিষ্ট হয়ে থাকে।
প্রশ্ন-২. কেস (Case) হার্ডেনিং কাকে বলে?
উত্তর : স্টীলের বাইরের তলকে শক্ত করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে কেস (Case) হার্ডেনিং বলে।
প্রশ্ন-৩. কার্য সরলীকরণ কাকে বলে?
উত্তর : কোন কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে এটার জটিলতা দূর করার জন্য কাজের প্রক্রিয়া এবং অপারেশন বিশ্লেষণ করা হয়। একেই কার্য সরলীকরণ বলে।
প্রশ্ন-৪. ক্যাভিটেশন কি?
উত্তর : ক্যাভিটেশন এক প্রকার যান্ত্রিক ক্ষয়, যা পাম্পে ইম্পেলার এবং কেসিং-এর উপর সৃষ্টি হয়।
প্রশ্ন-৫. গ্যাস কনটেইনার কাকে বলে?
উত্তর : গ্যাস ওয়েল্ডিং শপে প্রয়ােজনীয় গ্যাস সরবরাহের জন্য অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসকে যে দুইটি পৃথক সিলিন্ডারের মধ্যে আবদ্ধ রাখা হয়, তাকে গ্যাসের আধার বা গ্যাস কনটেইনার বলে।
প্রশ্ন-৬. গীয়ার ট্রেইন কাকে বলে?
উত্তর : দুই বা ততােধিক গীয়ারকে একে অপরের সাথে জালির মতো সংযুক্ত করে এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে শক্তি স্থানান্তর করা হয়। শক্তি স্থানান্তরের জন্য এরূপ গীয়ারের সমাবেশকে গীয়ার ট্রেইন বা ট্রেইন অব হুইল বলে।
প্রশ্ন-৭. প্রেসার ভেসেল কি?
উত্তর : প্রকৌশল কর্মকাণ্ডে চাপযুক্ত ফ্লুইডকে (গ্যাসীয় বা তরল পদার্থ) ধারণ করার জন্য যে সমস্ত ধারক ব্যবহার করা হয় সেগুলােকে প্রেসার ভেসেল বলে।
প্রশ্ন-৮. টুল ইঞ্জিনিয়ারিং কি?
উত্তর : ইঞ্জিনিয়ারিং এর যে অংশ বিভিন্ন ধরনের টুলস-এর ডিজাইন, গঠন, তৈরি পদ্ধতি, ম্যাটেরিয়ালস, কার্যপদ্ধতি, ত্রুটি-বিচ্যুতি, সুবিধা-অসুবিধা ইত্যাদি নিয়ে আলােচনা করে, তাই টুল ইঞ্জিনিয়ারিং হিসেবে বিবেচিত।
প্রশ্ন-৯. ইনট্রিমিক কি?
উত্তর : ইনট্রিমিক গােলাকার বস্তুর ভেতরের পরিমাপ সূক্ষ্মভাবে নির্ণয়ে ব্যবহার হয়। এটার সাহায্যে সরাসরি চিত্রের মাপ গ্রহণ করা যায় এবং অন্য কোন আনুষঙ্গিক যন্ত্রপাতির প্রয়ােজন হয় না। এর প্রান্তে 120° দূরত্বে পিনের ন্যায় তিনটি দণ্ড আছে, যা মাইক্রোমিটার বডির সাথে সংযুক্ত থাকে।
প্রশ্ন-১০. মেল্টিং ফার্নেস বা গলন চুল্লী কাকে বলে?
উত্তর : যে সমস্ত চুল্লীতে খনি হতে প্রাপ্ত আকরিককে গলিয়ে স্বাভাবিক নমুনা যেমনঃ পিগ আয়রন বা ইনগট তৈরি করা হয় তাকে মেল্টিং ফার্নেস বা গলন চুল্লী বলে।
প্রশ্ন-১১. ড্যাম্প-প্রুফ কোর্স বলতে কী বুঝায়?
উত্তর : প্লিন্থ লেবেলে শতকরা ৫ ভাগের অধিক হারে মিশ্রিত সিকো (Cico), পাডলাে (Pudlo) ইত্যাদি পানি নিরােধক বস্তুসহ সিমেন্ট কংক্রিট, পাথর, অ্যাসফাল্ট বা সীসা ইত্যাদি ৩/৪ ইঞ্চি বা ১ ইঞ্চি পুরু করে এবং দেয়াল সমান প্রস্থবিশিষ্ট প্রলেপ দেয়াকে ড্যাম্প-প্রুফ কোর্স বলে।
প্রশ্ন-১২. চ্যাপলেট কি?
উত্তর : চ্যাপলেট হল ছােট এক ধরনের ধাতব টুকরা যা কোরকে সাপাের্ট করার জন্য তৈরি করা হয়। এটি মূলত ঢালাই যে ধাতুর সে একই ধাতুর হয়ে থাকে যা গলিত ধাতুর সাথে মিশে যায়।
প্রশ্ন-১৩. মেশিন ভিশন কি?
উত্তর : উৎপাদিত বস্তুর উৎকর্ষতা বৃদ্ধিতে যে প্রয়ােজনীয় নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিক উৎপাদন শিল্পে শিল্প উদ্যোক্তাদের মাঝে নবতর উদ্দীপনা সঞ্চার করে চলছে তাই হল মেশিন ভিশন।
প্রশ্ন-১৪. এয়ার প্রিহিটার কাকে বলে?
উত্তর : ফার্নেসে প্রবেশের পূর্বে বাতাসকে তাপ দেয়াকে এয়ার প্রিটিং বলে। সুতরাং এয়ার প্রিহিটার এমন এক প্রকার যন্ত্রাংশ যা ফার্নেসে প্রবেশের পূর্বে সরবরাহকৃত বাতাসকে কিছুটা গরম করে ফার্নেসে পাঠায়। চিমনীর সংগে এয়ার প্রিহিটারের পাইপ সংযুক্ত করা হয় এবং ড্রাফট পাখার সাহায্যে গরম গ্যাসকে ফার্নেসের বাতাসকে পূর্ব তাপ প্রদান করার জন্য পাঠানাে হয়।
প্রশ্ন-১৫. ব্রেক ডাউন রক্ষণাবেক্ষণ কি?
উত্তর : কোন মেশিনের কোন অংশ বা যন্ত্রাংশ কার্য অনুপযােগী হয়ে গেলে বা ভেঙ্গে গেলে যে ধরনের রক্ষণাবেক্ষণ কার্য পরিচালনা করা হয়, তাকে ব্রেক ডাউন রক্ষণাবেক্ষণ বলে।
প্রশ্ন-১৬. এসিড লাইনিং ও বেসিক লাইনিং কি?
উত্তর : যে সকল লাইনিং পদার্থে সিলিকার উপাদান বেশি থাকে, সেগুলােকে এসিড লাইনিং বলে। যেমনঃ সিলিকা, ফায়ার ক্লে। আবার, যে সকল লাইনিং পদার্থে মেটাল অক্সাইড জাতীয় এসিড লাইনিং এর বিপরীতধর্মী পদার্থ বিদ্যমান থাকে, তাকে বেসিক লাইনিং বলে। যেমনঃ ডলােমাইট, চুন।
প্রশ্ন-১৭. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে?
উত্তর : বৈদ্যুতিক ওয়েল্ডিং-এ বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ঐ তাপ দ্বারা দুইটি ধাতব পাতের নির্দিষ্ট অংশকে প্রায় গলন্ত অবস্থায় এনে চাপের মাধ্যমে জোড় দেওয়ার পদ্ধতিকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং (Resistacne Welding) বলে।
প্রশ্ন-১৮. অমনিভার্স্যাল মিলিং মেশিন কি?
উত্তর : অমনিভার্স্যাল মিলিং মেশিন দেখতে অনেকটা ইউনিভার্সাল মিলিং মেশিনের মতো। ওমনিভার্সাল মিলিং মেশিনে টেপার, স্পাইরুল, রিমার, গ্রুভ, বিভেল গিয়ার টুথ ইত্যাদি সহজে মিলিং করা যায়।
প্রশ্ন-১৯. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কত প্রকার ও কী কী?
উত্তর : রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রধানত ছয় প্রকার। যথা–
১। স্পট ওয়েল্ডিং (Spot Welding)
২। সিম ওয়েল্ডিং (Seam Welding)
৩। প্রজেকশন ওয়েল্ডিং (Projection Welding)
৪। ফ্লাশ ওয়েল্ডিং (Flash Welding)
৫। আপসেট ওয়েল্ডিং (Upset Welding)
৬। পারকাশন ওয়েল্ডিং (Percussion Welding)
প্রশ্ন-২০. মাইক্রো-ক্রোনােমিটার কাকে বলে?
উত্তর : উৎপাদন কাজে সরাসরি জড়িত কর্মীর কর্মকাণ্ডের চলমান চিত্র ধারণের জন্য যে ঘড়ি ব্যবহার করা হয়, তাকে মাইক্রো-ক্রোনােমিটার বলে। এ ঘড়ির সাহায্যে এক মিনিটের এক হাজার ভাগের পাঁচ ভাগ (5/1000) পর্যন্ত সময় নিরূপণ করা হয়।
প্রশ্ন-২১. মেশিন ভিশনের উপাদান কী কী?
উত্তর : মেশিন ভিশনের উপাদানগুলাে হলােঃ
১। ইমেজ অ্যাকুইজিশন
২। ইমেজ প্রসেসিং
৩। ফিচার এক্সট্রাকশন
৪। ডিসিশন এন্ড কন্ট্রোল
প্রশ্ন-২২. হেলিক্স অ্যাঙ্গেল কাকে বলে?
উত্তর : হেলিক্স তার অক্ষের সাথে যে কোণ সৃষ্টি করে তাকে হেলিক্স অ্যাঙ্গেল বলে।
অথবা, স্ক্রুর থ্রেডের হেলিক্স রেখার উপরে অবস্থিত একটি বিন্দুর সাথে স্ক্রুর অক্ষের সমান্তরালে অবস্থিত তলের মধ্যে সৃষ্ট কোণকে হেলিক্স অ্যাঙ্গেল বা কোণ বলে।
প্রশ্ন-২৩. টুল মেকারস্ ফ্লাট কি?
উত্তর : টুল মেকারস্ ফ্লাট একটি অতিসূক্ষ্ম তল বিশিষ্ট যন্ত্র। সূক্ষ্ম গেজ ব্লক দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস নিরীক্ষার কাজে ব্যবহৃত হয়। টুল মেকারস ফ্লাট একটি বিশেষ ধরনের সারফেস প্লেট। সর্বোচ্চ সূক্ষ্মতার সাথে পরিমাপ গ্রহণের জন্য ছােট গােলাকৃতি সারফেস প্লেটকে টুল মেকার্স ফ্লাট বলে।
প্রশ্ন-২৪. আদর্শ বা কাল্পনিক মেশিন বলতে কী বুঝায়?
উত্তর : যে মেশিনের দক্ষতা 100% অর্থাৎ ইনপুট (Input) ও আউটপুট (Output) সমান হয় তাকে আদর্শ বা কাল্পনিক মেশিন বলে। এরূপ মেশিন অবাস্তব। কারণ মেশিনের কোন অংশেই ঘর্ষণ বল নেই এমন অবস্থা পাওয়া অসম্ভব।
প্রশ্ন-২৫. ফিলিপস স্ক্রু ড্রাইভার কি?
উত্তর : কারিগরি কাজের জন্য ফিলিপস স্ক্রু ড্রাইভার একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এর সাহায্যে যে সকল মেশিন স্ক্রু-এর অগ্রভাগের স্লট ( + ) ক্রস আকারের এগুলাে খােলা বা লাগানাে হয়। এর অগ্রভাগ ( + ) ক্রস আকারের বলে একে ফিলিপস স্ক্রু ড্রাইভার বা স্টার স্ক্রু ড্রাইভার বলে।
প্রশ্ন-২৬. কেমিক্যাল অ্যাফিনিটি ফ্যাক্টর কি?
উত্তর : দুই ধাতুর মধ্যে রাসায়নিক আসক্তি যত বেশি তাদের কঠিন দ্রাব্যতা তত কম থাকে তবে যৌগ গঠনের প্রবণতা বেশি থাকে। পিরিয়ডিক টেবিলে ধাতুসমূহের মধ্যে ফারাক যত বেশি থাকে তাদের মধ্যে রাসায়নিক আসক্তি তত বেশি। একেই কেমিক্যাল অ্যাফিনিটি ফ্যাক্টর বলা হয়।
প্রশ্ন-২৭. টারেট ও সেন্টার লেদের ব্যবহারিক পার্থক্য কি?
উত্তর : টারেট লেদ সেন্টার লেদের উন্নত সংস্করণ মাত্র। সেন্টার লেদে কাজ করতে বিভিন্ন অপারেশনে টুল বদল করার জন্য যথেষ্ট সময় অপচয় হয়। চার, ছয়, আট কিংবা অধিক সংখ্যক টুলের ব্যবহার ও বহন করার সুযোগ সৃষ্টির মাধ্যমে এ অসুবিধা অনেকাংশে দূর করার সম্ভব হয়েছে। সাধারণত অল্প উৎপাদনের জন্য সেন্টার লেদ ব্যবহার করা হয় এবং অধিক উৎপাদনের ক্ষেত্রে টারেট লেদ ব্যবহার করা হয়।
মিলিং-এর অর্থ কি?
উত্তর : মিলিং-এর আভিধানিক অর্থ হলো চূর্ণকারী মেশিনের সাহায্যে চূর্ণকরণ বা কর্তন প্রক্রিয়া। অর্থাৎ চাপিত ঘূর্ণায়নশীল বহু দাঁত বিশিষ্ট কাটারের সাহায্যে কাৰ্যবস্তুকে কর্তনকরণ প্রক্রিয়াই হল মিলিং। এক কথায় বলতে গেলে কাৰ্যবস্তুর উপর বহুদন্তী কাটার সহযোগে সম্পাদিত কর্তন প্রক্রিয়াকে মিলিং বলা হয়। পূর্বে মিলিং কথা দ্বারা শস্যকণা ভাঙাবার প্রাচীন মিলসমূহে মিল স্টোনের ক্রিয়া কর্ম বুঝাত। বর্তমানে মিলিং শব্দটি মূলত মিলিং মেশিনের দ্বারা সম্পাদিত নির্দিষ্ট কতক কার্যপ্রক্রিয়াকে বুঝায়। এসব কার্যপ্রক্রিয়ার মধ্যে গীয়ার কাটিং, সারফেস ফিনিশিং, ফেসিং অন্যতম।
হ্যান্ড মিলিং মেশিন কি?
উত্তর : সবচেয়ে সহজ গঠন এবং সরল মিলিং মেশিন হলো হ্যান্ড মিলিং মেশিন। এই প্রকারের মেশিনে টেবিলের সকল প্রকার ফিড হাতে দেওয়া হয়। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে ফিড দেওয়ার ব্যবস্থা এই মেশিনে থাকে না। কলামের উপর অংশে অবস্থিত স্পিন্ডল নোজে আটকানো অনুভূমিক আরবারে কাটার বাঁধা হয় এবং একে বৈদ্যুতিক শক্তি দ্বারা ঘুরানো হয়। এই প্রকারের মেশিন আকারে ছোট হয় এবং স্লট, গ্রুভ, চাবির ঘাট ইত্যাদি হালকা ও সহজ কাজে এই মেশিন বিশেষভাবে উপযোগী।
মিলিং মেশিনের বেইস (Base) কি?
উত্তর : বেইস হলাে মিলিং মেশিনের সবচেয়ে নিচের অংশ। এটি মেশিনের সম্পূর্ণ ভার বহন করে এবং স্থায়ী বা অস্থায়ী সংযােগের মাধ্যমে মেশিনকে দৃঢ়ভাবে মেঝের ওপর অবস্থান করতে সাহায্য করে। মেঝের সাথে আটকানাের জন্য বেইসে গােলাকার ছিদ্র থাকে। বেইসের ওপর কলাম ও এলিভেটিং স্ক্রু অবস্থান করে মিলিং মেশিনের অন্যান্য অংশকে ধারণ করে।
হোল্ডডাউন বা গ্রিপার্স কি?
উত্তর : হোল্ডডাউন বা গ্রিপার্স হচ্ছে কিলকের মতো দেখতে অনেকটা ত্রিভুজ আকারের প্রস্থচ্ছেদ বিশিষ্ট পাতলা হার্ডেনিং করা স্টিলের প্রয়োজনীয় দৈর্ঘ্যের (প্রায় ১৫০ মি. মি.) টুকরা, যা ভাইসে পাতলা জব বাঁধতে প্রায়ই ব্যবহৃত হয়। এটির সরু পৃষ্ঠটি গোলাকার করে তৈরি করা হয় এবং বিপরীত পৃষ্ঠটি তলার দিকে প্রায় ২ ডিগ্রি ঢালু করা হয়।
ফিস প্লেট কি?
উত্তর : ফিস প্লেট হলো রেললাইনের দুটি বিট জোড়া দেয়ার কাজে ব্যবহৃত একটি লোহার পাত বিশেষ। রেলগাড়ি চলার সময় এটি মাছের ন্যায় উপর-নিচ হয় বিধায় এর এরূপ নামকরণ।
একটি লেদের মাপ কিভাবে প্রকাশ করা হয়?
উত্তর : লেদের বেড হতে সেন্টারের উচ্চতা এবং বেডের দৈর্ঘ্যের দ্বারা সাধারণত লেদের মাপ বোঝানো হয়। উদাহরণ হিসাবে বলা যায়, একটি ১২ ইঞ্চি × ৪ ফুট লেদ বলতে বুঝায় যে, যার বেড ৪ ফুট লম্বা ও বেড হতে সেন্টারের উচ্চতা ১২ ইঞ্চি অর্থাৎ সেন্টারে সেন্টারে বেডের উপর সর্বাধিক ২৪ ইঞ্চি ব্যাসের বস্তু বাঁধা যাবে। বেডের মাপ হেডস্টককে ধরে মাপতে হয়।
গ্রাইন্ডিং কাকে বলে?
উত্তর : বাংলা ভাষায় গ্রাইন্ডিংকে শান দেয়া বলা হয় এবং গ্রাইন্ডিং স্টোনকে (Grinding stone) শান পাথর বলা হয়। কার্যবস্তুকে প্রয়োজনীয় আকার ও আকৃতি প্রদানের জন্য এর পৃষ্ঠ তল থেকে আবর্তনশীল চাকাকৃতির শান পাথর ঘর্ষণ প্রক্রিয়ার দ্বারা ধাতু অপসারণ করার প্রক্রিয়াকে গ্রাইন্ডিং (Grinding) বলে।
মিলিং মেশিনে ইনডেক্সিং বলতে কি বুঝ?
উত্তর : ইনডেক্সিং হল বিভক্তিকরণ। অর্থাৎ মিলিং মেশিনে ইউনিভার্সাল ডিভাইডিং হেড অথবা ইনডেক্সিং হেড এর সাহায্যে কাৰ্যবস্তুকে এক পাকের কোন ভগ্নাংশে যথানিয়মে ঘুরিয়ে আনাকে ইনডেক্সিং বলা হয়। মিলিং মেশিনে যত প্রকার কাজ করা হয় তার মধ্যে ইনডেক্সিং এর কাজই সবচেয়ে বেশি করা হয়।
প্যাডিং কি?
উত্তর : যদি কোন ঢালাইয়ের পাতলা অংশ রাইজার থেকে দূরে হয় তবে ঐ অংশ দ্রুত জমে যায়। এই দ্রুত জমাট বাঁধার কারণে প্রয়োজনীয় গলিত ধাতু রাইজার থেকে সরবরাহ করা সম্ভব হয় না বলে ঐ ছোট বা পাতলা অংশ আন্ডার সাইজ হয়। এ ত্রুটি দূর করার জন্য সুষম সেকশনে অধিক গলিত ধাতু যোগ করা হয় যা পরে মেশিনিং করে ফেলে দেয়া হয়। একেই প্যাডিং বলে।
বিল অব মেটেরিয়ালস কি?
উত্তর : পণ্য উৎপাদনে বিভিন্ন দ্রব্যে পরিমাণগত সংযোগ বা মিশ্রণ করে পণ্য তৈরি করা হয়। বিল অব মেটারিয়ালস হল উৎপাদিত পণ্যে যে সমস্ত দ্রব্য সংযোগ করা হয় তার বর্ণনা ও পরিমাণ। যেমন- কাস্ট আয়রন, ব্রাস এর উপকরণ ইত্যাদি।
টেপার টার্নিং কি?
উত্তর : যদি কোনো কার্যবস্তুর প্রস্থ বা ব্যাস অথবা পরিমাপ সমহারে কমে বা বাড়ে তখন তাকে টেপার বলে। লেদ মেশিনের সাহায্যে মেশিনিং করে কার্যবস্তুর ব্যাস বা প্রস্থ সমহারে কেটে কমানোর পদ্ধতিকে টেপার টার্নিং বলা হয়। একটি সিলিন্ড্রিক্যাল কার্যবস্তুকে টার্নিং করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে এর ব্যাস ক্রমান্বয়ে ও সমভাবে পরিবর্তন করাই টেপার টার্নিং। লেদে টেপার কাটতে হলে কাটিং টুলের এজ কার্যবস্তুর অক্ষের সাথে ঠিকমতো স্থাপন করতে হয়। অন্যথায় নির্ভুলভাবে টেপার পাওয়া যায় না।
ইউটেকটিক কি?
উত্তর : ইউটেকটিক (Eutectic) গ্রিক শব্দ। ইউটেকটিক শব্দের অর্থ সহজগল্য (Easy Melting)। ইউটেকটিক হচ্ছে একটি অ্যালয় সিরিজের মধ্যে সেই সংকর যা সর্বনিম্ন একটি নির্দিষ্ট তাপমাত্রায় জমে ও গলে এবং অভ্যন্তরীণ গঠনে দুটি ধাতুই পরপর স্তরীভূত আকারে জমাটবদ্ধ হয়। অর্থাৎ কঠিন অবস্থায় দ্রবীভূত হয় না।
ধাতব কোড নম্বর কি?
উত্তর : কোন ধাতুর বা ধাতব পণ্যের পরিচিতিকে সংক্ষিপ্ত আকারে আক্ষরিক ও সাংখ্যিকভাবে উপস্থাপন করাকে কোডিং বা কোড নম্বর (Code Number) বলা হয়। এ নম্বর বা সংকেতের ভিত্তিতে কোন নির্দিষ্ট ধাতু বা ধাতব পণ্যের গুণাগুণ ও অবস্থা সম্বন্ধে সমান ধারণা পাওয়া যায়।
শেপিং প্রক্রিয়া কি?
উত্তর : শেপার বা শেপিং মেশিনে যে সকল মেটাল কাটিং অপারেশন করা হয়, তাদেরকে শেপিং প্রক্রিয়া বা সংক্ষেপে শেপিং বলে। শেপিং-এর জন্য ওয়ার্কপিসকে মেশিন টেবিলে মজবুতভাবে বাঁধা হয় এবং কার্যকস্তুর ওপর দিয়ে কাটিং টুলকে অগ্র-পশ্চাৎ গতি যা সম্মুখে যাবার সময় কার্যবস্তুকে কাটে এবং কাটিং টুলের পশ্চাৎ গতি বা ফিরে আসার সময় কাৰ্যবস্তুকে অর্থাৎ কাটিং টুলকে ফিড দেওয়া হয়। শেপিং প্রক্রিয়া সমতল সারফেস উৎপন্ন করে যা হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং অ্যাঙ্গুলার হতে পারে।
ড্রিল ফ্লুটের কাজ কী কী?
উত্তর : ড্রিল ফ্লুটের কাজগুলো হলো–
১। ফ্লুটস কাটিং এজ বা কর্তন প্রান্ত গঠনে সহায়তা করে।
২। কর্তন চূর্ণ বাইরে বেরিয়ে আসতে সহায়তা করে।
৩। কর্তন চূর্ণ কুঞ্চিত করে থাকে।
৪। কর্তন প্রবাহী কর্তন প্রান্তে পৌঁছাতে সহায়তা করে।
কী কী গুণের জন্য সংকর ইস্পাত অধিক ব্যবহৃত হয়?
উত্তর : নিম্নলিখিত গুণের জন্য সংকর ইস্পাত অধিক ব্যবহৃত হয়।
১। মরিচা ও ক্ষয়রোধী,
২। ঘর্ষণরোধী ও এসিডরোধী,
৩। কাঠিন্যতা,
৪। ঘাতসহতা,
৫। উচ্চ টানা সামর্থ্য,
৬। ঔজ্জল্য ও দীর্ঘ স্থায়িত্বতা,
৭। তাপ শোধনে বেঁকে যাওয়া যা চিড় ধরার কম প্রবণতা,
৮। কোন কোন ক্ষেত্রে ব্যয় স্বল্পতা এবং
৯। অধিক চুম্বকীয় শক্তি ইত্যাদি।
প্লেইন হরাইজন্টাল মিলিং ও ইউনিভার্সাল মিলিং মেশিনের মধ্যে পার্থক্য কি?
উত্তর : প্লেইন হরাইজন্টাল মিলিং ও ইউনিভার্সাল মিলিং মেশিনের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
প্লেইন হরাইজন্টাল মিলিং মেশিন
- টেবিলকে লম্বালম্বিভাবে, আড়াআড়ি ও উলম্বভাবে চলাচল করানো যায়।
- স্পিন্ডল অনুভূমিক অবস্থায় থাকে।
- আরবার টাইপ কাটার ব্যবহৃত হয়।
- প্লেইন মিলিং, স্লাটিং, স্লিটিং, স্পার গিয়ার ও বিভেল গিয়ার মিলিং ইত্যাদি অপারেশন করা হয়।
ইউনিভার্সাল মিলিং মেশিন
- টেবিলকে লম্বালম্বিভাবে, আড়াআড়ি ও উলম্বভাবে চলাচল করানো যায়। এ ছাড়া টেবিলকে কৌণিকভাবে সেট করা যায়।
- স্পিন্ডল অনুভূমিক ও উলম্ব উভয় অবস্থায় থাকে।
- আরবার টাইপ কাটার ও শ্যাংক টাইপ কাটার ব্যবহৃত হয়।
- প্লেইন মিলিং, স্লাটিং, স্লিটিং, স্পার গিয়ার, বিভেল গিয়ার ও হেলিক্যাল গিয়ার মিলিং ইত্যাদি অপারেশন করা হয়।